স্বরূপনগর, 22 জুন: বাইকের টুলবক্সে লুকনো ছিল বিপুল পরিমাণ রুপোর গয়না । লুকানো সেই রুপোর গয়নায় পাচারের ছক কষা হয়েছিল সীমান্তবর্তী বাংলাদেশে । বিএসএফ তৎপর থাকায় সেই পাচারের ছক অবশ্য বানচাল হয়ে গিয়েছে সীমান্ত এলাকায় (Silver Jewellery Recovered by BSF from border area)।
পাচার রুখে দিয়ে আবারও ভারত-বাংলাদেশ সীমান্তে বড়সড় সাফল্য পেল সীমান্তরক্ষী বাহিনীর 112 নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা । সেই সঙ্গে স্বরূপনগরের আমুলিয়া সীমান্ত এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে নজরুল ইসলাম নামে এক পাচারকারীকেও । জানা গিয়েছে, ধৃত পাচারকারীর বাইকের টুলবক্স থেকে মিলেছে প্রায় সাড়ে পাঁচ কেজি রুপোর গয়না । যার বাজারমূল্য প্রায় চার লক্ষ টাকা । উদ্ধার হওয়া বিপুল এই রুপোর গয়না স্বরূপনগরের শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে বিএসএফ কর্তৃপক্ষের তরফে ।
বুধবার সকালে স্বরূপনগরের আমুলিয়া সীমান্ত এলাকা দিয়ে এক বাইক আরোহীকে যেতে দেখে সন্দেহ হয় সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের । সন্দেহভাজন ওই বাইকটি থামিয়ে তল্লাশি শুরু করেন তাঁরা । প্রথমে কিছু পাওয়া না-গেলেও পরে বিএসএফ জওয়ানদের নজর গিয়ে পড়ে বাইকের টুলবক্সের দিকে । এরপর টুলবক্স খুলতেই চক্ষু চড়কগাছ তাঁদের । দেখেন টুলবক্সের ভিতর থরেথরে সাজানো রুপোর গয়না । সেগুলো বাজেয়াপ্ত করা হয় সেখান থেকে ।