মধ্যমগ্রাম, 19 জুন : পথ ভুলে মধ্যমগ্রামে গ্রামীণ হাসপাতাল চত্বরে পড়েছিলেন অসুস্থ প্রৌঢ় । ফিরেও সেদিকে তাকায়নি কেউ ।অথচ সেই দৃশ্য দেখে মুখ ফিরিয়ে নেননি মহিলা চিকিৎসক পর্ণা কুণ্ডু (sick old man was admitted to hospital)৷ নিজের উদ্যোগে অসুস্থ প্রৌঢ়কে হাসপাতালে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থাও করেন তিনি । চিকিৎসার পর এখন অনেকটাই সুস্থ স্বপন ভৌমিক নামে বছর ষাটের ওই প্রৌঢ় । যেখানে চিকিৎসার নামে এক শ্রেণির চিকিৎসকের বিরুদ্ধে বহু ক্ষেত্রেই ভুড়িভুড়ি অভিযোগ ওঠে । সেখানে মধ্যমগ্রাম গ্রামীণ হাসপাতালের মহিলা চিকিৎসকের এমন মানবিকতায় মুগ্ধ সকলে । হাসপাতাল থেকে বাড়ি ফেরার অপেক্ষায় ওই প্রৌঢ় ।
উত্তর 24 পরগনার বাগুইআটির জ্যাংড়া এলাকায় বাড়ি প্রৌঢ় স্বপন ভৌমিকের । সেখানে দাদা, বউদির সঙ্গে ভাড়া বাড়িতে থাকেন তিনি । স্ত্রী কয়েক বছর আগে মারা গিয়েছেন । নিঃসন্তান ওই বৃদ্ধ শনিবার বাড়ি থেকে বেরিয়ে ছিলেন মধ্যমগ্রামের বাদুতে গুরুদেবের আশ্রমে আসার জন্য । সেখানে আসার পথ ভুলে হেঁটে এদিক ওদিক ঘোরাঘুরি করতে থাকেন । একসময় অসুস্থ বোধ করায় মধ্যমগ্রাম গ্রামীণ হাসপাতাল চত্বরে শুয়ে পড়েন তিনি । সেখানেই রাত থেকে সকাল অবধি পড়েছিলেন অসুস্থ ওই প্রৌঢ় । পাশ দিয়ে অনেকেই গিয়েছেন । কিন্তু কেউই একবারের জন্য ফিরেও তাকায়নি তাঁর দিকে । রবিবার সকালে ডিউটি করতে গ্রামীণ হাসপাতালে আসেন চিকিৎসক পর্ণা কুণ্ডু । তখনই তিনি লক্ষ্য করেন, হাসপাতালের চাতালে এক প্রৌঢ় পড়ে রয়েছেন । দেরি না করে নিজেই অসুস্থ প্রৌঢ়কে উদ্ধার করে নিয়ে যান হাসপাতালের জরুরি বিভাগে । সেখানে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতালের সার্জিকাল ওয়ার্ডে ভর্তি করেন তাঁকে । আপাতত সুস্থ হওয়ার পথে অসুস্থ ওই প্রৌঢ় ।