পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ইছাপুরে BJP কর্মীকে গুলি, অভিযুক্ত তৃণমূল - ইছাপুরে গুলি

গতরাতে ওই যুবক খাওয়াদাওয়ার পর যখন বাড়ির পাশে রাস্তায় দাঁড়িয়ে ছিল সেই সময় কয়েকজন বাইকে এসে তাঁর উপর হামলা চালায় । রড, শাবল দিয়ে তাঁকে মারধর করতে থাকে তারা । তাঁকে লক্ষ্য করে গুলিও চালানো হয় ।

Shoot out
ছবিটি প্রতীকী

By

Published : Sep 6, 2020, 10:44 AM IST

ইছাপুর , 6 সেপ্টেম্বর : ইছাপুরে BJP কর্মীকে খুনের চেষ্টার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । আক্রান্ত BJP কর্মীর নাম আশুতোষ সিংহ । তাঁর পরিবারের অভিযোগ, BJP করার জন্যই তাঁকে গুলি করা হয়েছে । উত্তর 24 পরগনার ইছাপুরের নিউ বিল্ডিং গোলমাঠ এলাকার ঘটনা ।

আক্রান্ত BJP কর্মী নোয়াপাড়ার 13 নম্বর ওয়ার্ডের বুথ সভাপতির ভাইপো । তাঁর পরিবারের সদস্যরা বলেন, দীর্ঘদিন ধরেই তাঁদের হুমকি দেওয়া হত যে, এলাকায় BJP করা যাবে না । গতরাতে ওই যুবক খাওয়াদাওয়ার পর যখন বাড়ির পাশে রাস্তায় দাঁড়িয়ে ছিল সেই সময় কয়েকজন বাইকে এসে তাঁর উপর হামলা চালায় । রড, শাবল দিয়ে তাঁকে মারধর করতে থাকে তারা । তাঁকে লক্ষ্য করে গুলিও চালানো হয় । এরপর দুষ্কৃতীরা সেখান থেকে পালিয়ে যায় ।

ইছাপুরে BJP কর্মীকে গুলি , কী বলছেন তাঁর পরিবারের সদস্যরা ?

পরিবারের অভিযোগ, স্থানীয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে । খবর দেওয়া হয় নোয়াপাড়া থানায় । আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ব্যারাকপুর বি এন বসু মহকুমা হাসপাতালে ভরতি করা হয় ।

পরিবারের তরফে নোয়াপাড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details