সন্দেশখালি, 6 জানুয়ারি:সন্দেশখালি কাণ্ডের মাস্টারমাইন্ড তৃণমূলের 'বাহুবলী' নেতা শেখ শাহজাহান কোথায় ? শুক্রবারের ঘটনার পর থেকে ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনা নিয়ে যখন শুরু হয়েছে জোর চর্চা, ঠিক তখনই নিজের অস্তিত্ব জানান দিতে বেপাত্তা এই তৃণমূল নেতা অডিয়ো বার্তা দিলেন গোপন আস্তানা থেকে। সন্দেশখালির সাধারণ মানুষ এবং দলের নেতা-কর্মীদের প্রতি এই অডিয়ো বার্তা দিয়েছেন দাপুটে তৃণমূল নেতা শেখ শাহজাহান।
কী বার্তা দিলেন তৃণমূল নেতা? তৃণমূল নেতা বলেছেন, "সন্দেশখালির বাসিন্দা এবং তৃণমূলের সৈনিকদের কাছে আমার অনুরোধ সিবিআই ও ইডি নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। আপনারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ। সকলেই বুঝতে পারছেন এটা রাজনৈতিক ষড়যন্ত্র। ওরা আমায় দমাতে পারলে মনে করছে সন্দেশখালির তৃণমূল দুমড়ে যাবে। এতে ভয় পাওয়ার কিছুই নেই। আমার মতো হাজারো হাজারো শেখ শাহজাহান আছে ৷" শুধু তাই নয়, তৃণমূল কর্মীদের ভয় পেতেও বারণ করেছেন শাহজাহান। তাঁর উপদেশ, "মত্যু একদিন হবেই সবার। কারও আগে বা কারও পরে ৷" যদিও এই অডিয়ো বার্তার সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷