পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Hilsa from Bangladesh: সীমান্ত পেরিয়ে হাসিনা সরকারের ইলিশ এল এরাজ্যে - পশ্চিমবঙ্গে ইলিশ

পুজোর আগে ইলিশ পাঠানোর কথা জানিয়েছিল বাংলাদেশের মৎস্য বিভাগ ৷ গতকাল সন্ধে 6.30 মিনিটে বনগাঁর পেট্রাপোল সীমান্ত দিয়ে প্রথম ইলিশ বোঝাই গাড়ি ঢোকে পশ্চিমবঙ্গে ৷ রাতে আরও গাড়ি ঢুকেছে ৷ আশা করা যায়, পুজোয় রাজ্যবাসী তাঁদের প্রিয় পদ্মার ইলিশের স্বাদ থেকে বঞ্চিত হবেন না ৷

বাংলাদেশের ইলিশ
বাংলাদেশের ইলিশ

By

Published : Sep 23, 2021, 11:56 AM IST

পেট্রাপোল, 23 সেপ্টেম্বর : ওপার বাংলা থেকে এপার বাংলায় এল শারদীয় উপহার । বুধবার সন্ধ্যায় সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গে এল পদ্মার ইলিশ । সন্ধ্যা 6.30 টায় প্রথম গাড়ি, তারপর 18টি গাড়িতে প্রায় 90 টন ইলিশ আসে পেট্রাপোল পার্কিংয়ে । জানা গিয়েছে, দুর্গাপুজোর আগে 2 হাজার 80 টন ইলিশ পাঠাবে বাংলাদেশ সরকার ।

পুজোর আগেই ভোজন রসিক বাঙালির পাতে ফের পড়তে চলেছে পদ্মার ইলিশ । দীর্ঘদিন ধরে পদ্মার ইলিশের স্বাদ পাওয়ার অপেক্ষায় ছিলেন রাজ্যবাসীরা । সম্প্রতি দুর্গাপুজো উপলক্ষ্যে ভারতে ইলিশ পাঠানোর সবুজ সংকেত দেয় বাংলাদেশ সরকার এবং একই সঙ্গে আমদানির জন্য মিলেছে ভারত সরকারের সবুজ সংকেত । এর পরে গতকাল পদ্মার রুপোলি ফসল বনগাঁর পেট্রাপোল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে ৷

আরও পড়ুন : Hilsa : হাসিনার পুজো উপহার, রাজ্যে আসছে পদ্মার রুপালি শস্য

আমদানিকারী সংস্থা সিদ্ধেশ্বরী এন্টারপ্রাইজের কর্মচারী অশোক মণ্ডল জানিয়েছেন, বিভিন্ন সাইজের ইলিশ এসেছে ৷ তবে বেশিরভাগ এক থেকে দেড় কিলো ওজনের । এগুলি প্রথমে কলকাতার বাজারে যাবে । সেখান থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের বাজারে পৌঁছাবে । এমনকী পশ্চিমবঙ্গ ছাড়িয়ে সারা ভারতে পাঠানো হবে এই ইলিশ ৷ ভারতীয় বাজারে কিলো প্রতি 1 হাজার 700 থেকে 1 হাজার 800 টাকা দাম হতে পারে বলে জানান তিনি । আমদানিকারী সংস্থার কর্তারা আশা করছেন, ইলিশ-প্রিয় সব বাঙালির পাতে তাঁরা পদ্মার ইলিশ পৌঁছে দিতে পারবেন ।

বনগাঁর পেট্রাপোল সীমান্ত দিয়ে ইলিশ বোঝাই গাড়ি ঢুকছে রাজ্যে

পেট্রপোলের ক্লিয়ারিং এজেন্টের সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, "গত বছর হাসিনা সরকার পুজোর আগে ইলিশ মাছ পাঠিয়েছিল ৷ এবার আরও বেশি করে পাঠাল ৷ ইলিশ মাছ পাঠানোর সঙ্গে সম্পর্ক গভীর হয় ৷’’ পুজোর আগে পদ্মার ইলিশ পেয়ে খুশি আপামর বাঙালি ৷

ABOUT THE AUTHOR

...view details