পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মতুয়া সম্প্রদায় আজ মাতৃহারা : শান্তনু ঠাকুর - north 24 paraganas

মরদেহ ঠাকুরবাড়ি পৌঁছানোর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শান্তনু ঠাকুর বড়মার স্মৃতিচারণা করে বলেন, "বড়মার চলে যাওয়ায় সমগ্র মতুয়া সম্প্রদায় আজ মাতৃহারা, নেতৃত্বহারা।"

শান্তনু ঠাকুর

By

Published : Mar 6, 2019, 3:27 PM IST

ঠাকুরনগর, ৬ মার্চ : "বড়মার চলে যাওয়ায় সমগ্র মতুয়া সম্প্রদায় আজ মাতৃহারা, নেতৃত্বহারা।" বীণাপাণি দেবীর মৃত্যুর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলল তাঁর নাতি শান্তনু ঠাকুর। গতকাল রাত ৮টা ৫২ মিনিটে কলকাতার SSKM হাসপাতালে মৃত্যু হয় বড়মার। ফুসফুসে সংক্রমণজনিত কারণে গুরুতর অসুস্থ ছিলেন তিনি। ২৮ ফেব্রুয়ারি তাঁকে কল্যাণী JNM হাসপাতালে ভরতি করা হয়েছিল। সেখানে তাঁর চিকিৎসার উন্নতি না হওয়ায় ৩ মার্চ তাঁকে SSKM হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সোমবার সকাল থেকে তাঁর অবস্থার ক্রমশ অবনতি হতে শুরু করে।

মরদেহ ঠাকুরবাড়ি পৌঁছানোর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শান্তনু ঠাকুর বড়মার স্মৃতিচারণা করে বলেন, "আমার এই বয়সে যতটা মনে পড়ে তিনি সবসময় চাইতেন উদবাস্তু আন্দোলনকে বাঁচিয়ে রেখে মতুয়া সমাজকে এবং সমগ্র উদবাস্তু সম্প্রদায়কে ভারতবর্ষের নাগরিকত্ব দিতে। শেষ বয়সে আমাকে অনেকবার উনি বলেছিলেন বাংলাদেশ যাব। কিন্তু সেটা সম্ভব হয়নি।"

ঠাকুমা হিসাবে বড়মা প্রসঙ্গে তিনি বলেন, "আমাকে উনি অস্ট্রেলিয়ায় পড়তে পাঠিয়েছেন। তার জন্য আমি ওঁর কাছে চিরকৃতজ্ঞ। ঠাকুমার জীবিত থাকা উচিত ছিল। তাহলে মতুয়ারা আরও অনেক কিছু পেত। ঠাকুমা সবসময় আমাদের স্নেহ করতেন কিন্তু বুঝতে দিতেন না। যাতে আমি ঠিকভাবে মানুষ হই।"

ABOUT THE AUTHOR

...view details