পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Shantanu Thakur: আদালতে আস্থা থাকলেও ভরসা নেই রাজ্য পুলিশের সিটে, জানালেন শান্তনু ঠাকুর - matua thakurbari incident

গত 11 জুন ঠাকুরনগর ঠাকুরবাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচিকে ঘিরে গোলমাল হয় ৷ সেই ঘটনায় সিট গঠন করে রাজ্য পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট ৷ তবে সিট-এ তাঁর ভরসা নেই বলে জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর ।

ETV Bharat
শান্তনু ঠাকুর

By

Published : Jun 21, 2023, 7:44 PM IST

শান্তনু ঠাকুরের বক্তব্য

বনগাঁ, 21 জুন:মতুয়াদের পীঠস্থান ঠাকুরবাড়ির গোলমালের ঘটনায় মঙ্গলবারই সিট গঠন করে তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা । রাজ্য পুলিশের ডিজিকে এই সিট গঠন করে তদন্তের নির্দেশ দেন তিনি ৷ আদালতের ওই নির্দেশের 24 ঘণ্টা কাটতে না-কাটতেই সিটের প্রতি অনাস্থা প্রকাশ করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর । বুধবার তিনি জানান, আদালতের উপরে তাঁর পূর্ণ আস্থা আছে ৷ কিন্তু সিট কী কাজ করবে, সেটা নিয়ে সংশয় প্রকাশ করেছেন এদিন শান্তনু ।

বুধবার ঠাকুরনগর ঠাকুরবাড়িতে সাংবাদিক সম্মেলন করেন শান্তনু ঠাকুর । সেখানে তিনি গত 11 জুন মতুয়া ঠাকুরবাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আসাকে কেন্দ্র করে যে গণ্ডগোলের সৃষ্টি হয়েছিল সে কথা তুলে ধরেন তিনি । গতকালের কলকাতা হাইকোর্টের রায়কে স্বাগত জানিয়েও শান্তনু এদিন রাজ্য পুলিশের সিটের তদন্ত নিয়ে প্রশ্ন তোলেন ৷

এদিন তিনি বলেন,"সিটের উপরে একদমই ভরসা করতে পারছি না । কিছুই করবে না সিট ।" তাঁর যুক্তি, "পুলিশ যেখানে দোষী, এখানকার ওসি আমাকে বলছে এনকাউন্টার করে দেব, গালাগালি করেছে । সেখানে পুলিশকেই দায়িত্ব দিয়েছে । সেখানে পুলিশ যে ভালো কাজ করবে সেটা আমার আশা নেই । তবে মহামান্য আদালত যে সিদ্ধান্ত নিয়েছে তার উপরে আমার সম্পূর্ণ ভরসা আছে । কারণ, যে নির্দোষ লোকগুলিকে গ্রেফতার হয়েছিল তারা আজকে ছাড়া পেয়েছে ।"

আরও পড়ুন:মতুয়া ঠাকুরবাড়ির ঘটনায় ডিজিকে সিট গঠনের নির্দেশ হাইকোর্টের

প্রসঙ্গত, গত 11 জুন ঠাকুরনগর ঠাকুরবাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচিকে ঘিরে যে গোলমালের সৃষ্টি হয়েছিল, সে ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ । পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলে হাইকোর্টে মামলা করেছিলেন শান্তনু ঠাকুর । মঙ্গলবার এই ঘটনায় বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশ দেন, ঠাকুরনগর ঠাকুরবাড়ির ঘটনায় সিট গঠন করতে হবে । এডিজি পদমর্যাদার কোনও অফিসাকে তদন্তের দায়িত্বে রাখতে হবে এবং যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের জামিনে মুক্তি দিতে হবে, সংগ্রহ করতে হবে ঠাকুরবাড়ি ও হাসপাতালের সিসিটিভি ফুটেজ ।

ABOUT THE AUTHOR

...view details