বনগাঁ, 16 জানুয়ারি : নাগরিকত্ব আইন লাগু হওয়ার শেষ তারিখ পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত কেন লাগু হয়নি নাগরিকত্ব সংশোধনী আইন? মতুয়া সদস্যদের নিয়ে বৈঠকে রবিবার মতুয়াদের এমনই প্রশ্নের মুখে পড়তে হল শান্তনু ঠাকুরকে। সূত্রের খবর, মতুয়াদের এমন প্রশ্নের মুখে যথেষ্ট বিড়ম্বনায় পড়ে যান কেন্দ্রীয় জাহাজ রাষ্ট্রমন্ত্রী। তবে মতুয়াদের দাবি আদায়ের জন্য এদিনের বৈঠক থেকে সমগ্র মতুয়াদের নতুন করে একত্রিত হওয়ার ডাক দেন তিনি।
শনিবার পোর্ট ট্রাস্টের অতিথিশালায় বিজেপির বিক্ষুব্ধ নেতাদের নিয়ে বৈঠকের পর রবিবার দুপুরে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে মতুয়া সদস্যদের নিয়ে বৈঠকে বসেন শান্তনু ঠাকুর (Shantanu Thakur arranges a meeting with matua community members)। মতুয়া সদস্যদের পাশাপাশি এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া, বনগাঁ দক্ষিণের বিধায়ক মুকুটমণি অধিকারী এবং গাইঘাটার বিধায়ক তথা ঠাকুরবাড়ির বড় ছেলে সুব্রত ঠাকুর। প্রায় সাড়ে তিন ঘন্টার বৈঠক শেষে শান্তনু ঠাকুর জানান, "এটা নিছকই মতুয়াদের সাংগঠনিক বৈঠক। এখানে রাজনীতির কোনও ব্যাপার নেই।"