গোপালনগর, 10 সেপ্টেম্বর : বিজেপি নেতার অপমৃত্যুতে পুলিশের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ তুলে সরব হলেন বনগাঁর সাংসদ তথা কেন্দ্রের রাষ্ট্রমন্ত্রী শান্তনু ঠাকুর (Shantanu Thakur) ৷ তাঁর অভিযোগ, পশ্চিমবঙ্গের পুলিশ শাসকদলের দাসে পরিণত হয়েছে ৷ তাই বিজেপি নেতা খুনের তদন্ত নিয়ে কোনও পদক্ষেপই করছে না তারা ৷ উল্লেখ্য, গত 31 অগস্ট হামলার মুখে পড়েন স্থানীয় বিজেপি নেতা অরুণ সরকার ৷ পরে মৃত্যু হয় তাঁর ৷ বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত গুন্ডাদের মারেই প্রাণ গিয়েছে অরুণের ৷ বৃহস্পতিবার অরুণের স্মরণে একটি সভা ও মিছিলের আয়োজন করা হয় ৷ সেই স্মরণসভায় শান্তনুও যোগদান করেন ৷
আরও পড়ুন :TMC Murder : পঞ্চায়েত প্রধানের ছেলেকে গুলি করে খুন, অভিযোগ বিজেপির বিরুদ্ধে
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোপালনগর থানার কাকডাঙার বাসিন্দা ছিলেন অরুণ সরকার ৷ দিঘাড়ি গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা পদে দায়িত্ব সামলাচ্ছিলেন তিনি ৷ 31 অগস্ট চৌবেড়িয়া-2 গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রধানের বিরুদ্ধে অনাস্থা ভোট ছিল ৷ ভোটাভুটি হয়ে যাওয়ার পর বাড়ি ফিরছিলেন অরুণ ৷ অভিযোগ, সেই সময়েই তাঁকে মারধর করে কয়েকজন দুষ্কৃতী ৷ তাতে গুরুতর জখম হন অরুণ ৷ পরে মৃত্যু হয় তাঁর ৷
বিজেপির অভিযোগ, 31 অগস্ট যারা অরুণকে মারধর করেছিল, তারা তৃণমূল আশ্রিত গুন্ডা ৷ ঘটনার পর অরুণ নিজে এই বিষয়ে স্থানীয় থানায় অভিযোগও দায়ের করেছিলেন ৷ কিন্তু তাঁর মৃত্য়ুর পরও অভিযুক্তদের নাগাল পায়নি পুলিশ ৷ বৃহস্পতিবার অরুণের স্মরণসভায় উপস্থিত হয়ে এই প্রসঙ্গে পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তোলেন শান্তনু ৷ প্রয়াত বিজেপি নেতার ছবিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি ৷ মন্ত্রীর অভিযোগ, মৃত্য়ুর আগে অরুণের করা অভিযোগকেও গুরুত্ব দিচ্ছে না পুলিশ ৷ কর্তব্য ভুলে দলদাসে পরিণত হয়েছে তারা ৷ শান্তনুর হুঁশিয়ারি, পুলিশ অবিলম্বে এই বিষয়ে যথাযথ পদক্ষেপ না করলে আগামী দিনে বিজেপির তরফে লাগাতার আন্দোলন শুরু করা হবে ৷
প্রয়াত নেতার স্মরণে মিছিল বিজেপি-র ৷ আরও পড়ুন :TMC leader Killed : চাঁচলে তৃণমূল নেতাকে কুপিয়ে খুন, গোষ্ঠীদ্বন্দ্ব নাকি পরকীয়া ?
শান্তনু ছাড়াও এদিনের স্মরণসভায় উপস্থিত ছিলেন বনগাঁ দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার, বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়া ও হরিণঘাটা কেন্দ্রের বিজেপি বিধায়ক অসীম সরকার-সহ বনগাঁ সাংগঠনিক জেলার নেতারা। স্মরণসভা শেষ হওয়ার পর অরুণ সরকারকে ‘খুনের ঘটনা’য় দোষীদের গ্রেফতারি ও কঠোর শাস্তির দাবিতে একটি মিছিল করেন বিজেপির বিধায়ক ও নেতা-কর্মীরা ৷