রঘুনাথপুর, 17 জানুয়ারি :সুরের চেয়ে যদি বেসুরোদের অবস্থান বেশি হয় এবং তা শুনতে ভাল লাগে তাহলে মানুষ সেটাই গ্রহণ করবে । বিজেপিতে সেই দিন আসছে । সোমবার উত্তর 24 পরগনার গোপালনগর দক্ষিণ মণ্ডলের বিজেপি সভাপতি হরিশঙ্কর সরকারের রঘুনাথপুরের বাড়িতে বিক্ষুব্ধ বিজেপি নেতাদের সঙ্গে বৈঠককে একথা বললেন বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর (bangaon bjp news) । গত শনিবার কলকাতায় বিজেপির নতুন কমিটি থেকে বাদ পড়া যে বিক্ষুব্ধ নেতারা বৈঠক করেছিলেন, সোমবার তারাই আবার রঘুনাথপুরে চড়ুইভাতি করলেন । এদিনের চড়ুইভাতিতে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার, সায়ন্তন বসু, রিতেশ তিওয়ারি, গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর, বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনীয়া, কৃষ্ণগঞ্জের বিধায়ক আশিস কুমার বিশ্বাস-সহ এলাকার একাধিক বিক্ষুব্ধ বিজেপি নেতা ।
এই চড়ুইভাতির মাঝেই শান্তনু ঠাকুর সাংবাদিকদের সামনে বলেন, "পিকনিকের মধ্য দিয়ে নিজের এলাকায় সাংসদ যাত্রা শুরু করা হল । যে সমস্ত নেতাকর্মীরা আমাকে বিপুল ভোটে জয়ী করেছেন তাঁদের নিয়ে আগামীতে প্রতিটি ব্লকে এই সাংসদ যাত্রা হবে । আজকের এই পিকনিকে সাংগঠনিক বিষয়েও আলোচনা হয়েছে ।"