গাইঘাটা, 30 অক্টোবর: "রাজ্য়ের আসন্ন পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Election 2023) মতুয়ারা (Matua Vote) কোন দিকে থাকবেন, এই প্রশ্নের উত্তর দিতে পারবে রাজ্য নেতৃত্ব ! কী চলছে না চলছে, তা ভালো জানে তারাই !" কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী তথা সর্বভারতীয় মতুয়া মহাসংঘের (All India Matua Mahasangha) সংঘাধিপতি শান্তনু ঠাকুরের (Shantanu Thakur) ইঙ্গিতপূর্ণ মন্তব্য নিয়ে ফের একবার শুরু হয়েছে জোর জল্পনা ৷ যদিও ঠাকুরবাড়ির অপর সদস্য তথা তৃণমূল কংগ্রেসের নেত্রী এবং বনগাঁর প্রাক্তন সাংসদ মমতাবালা ঠাকুরের দাবি, "মতুয়ারা তাঁদের ভুল বুঝতে পেরেছেন ৷ তাই তাঁরা সকলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবেন বলেই আমার আশা ৷"
মতুয়াদের মূল দাবি সিএএ ৷ কিন্তু, প্রতিকূল পরিস্থিতিতে মোদি সরকার এখনও পর্যন্ত তা কার্যকর করে উঠতে পারেনি ৷ যা নিয়ে মাঝেমধ্যেই ক্ষোভ দেখা গিয়েছে মতুয়াদের মধ্যে ৷ ফলে পঞ্চায়েত ভোটে মতুয়ারা কোন দিকে থাকবেন, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে ৷ সেই জল্পনা আরও উস্কে দিল শান্তনু ঠাকুরের এই মন্তব্য ৷
আরও পড়ুন:মতুয়া স্মরণে বাম ছাত্র সংগঠন এসএফআই
রবিবার ঠাকুরনগরের ঠাকুবাড়িতে রাস উৎসব উপলক্ষে সর্বভারতীয় মতুয়া মহাসংঘের একটি বৈঠক হয় ৷ বৈঠকের পর পঞ্চায়েত নির্বাচনে মতুয়ারা বিজেপি-এর পাশে থাকবেন কি না, শান্তনু ঠাকুরকে সেই প্রশ্ন করা হলে উত্তর কার্যত এড়িয়ে যান তিনি ৷ ইঙ্গিতপূর্ণভাবে বলেন, "এর উত্তর ভালো দিতে পারবে বিজেপি-এর রাজ্য নেতৃত্ব ! কী চলছে, কী চলছে না, তা তারা ভালোই জানে ৷ আমি এই বিষয় কিছু জানি না !"
শান্তনু ঠাকুরের মন্তব্য়ে নতুন জল্পনা ! প্রশ্ন উঠছে শান্তনু ঠাকুর কেন এভাবে প্রসঙ্গ এড়িয়ে গেলেন ? আসলে শান্তনু ঠাকুরের সঙ্গে রাজ্য বিজেপি-এর সম্পর্ক এই মুহূর্তে খুব একটা মধুর নয় ৷ তাই কি এই এড়িয়ে যাওয়া ? উলটোদিকে বনগাঁর প্রাক্তন সাংসদ মমতাবালা ঠাকুর দাবি করেন, "পঞ্চায়েত নির্বাচনে মতুয়ারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই থাকবেন ৷ কারণ, বিজেপি সিএএ নিয়ে যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা তারা রাখতে পারেনি ৷ মতুয়ারাও তাঁদের ভুল বুঝতে পেরেছেন ৷" যদিও সিএএ প্রসঙ্গে শান্তনু ঠাকুর বলেন, "এই ইস্যুতে সুপ্রিম কোর্টে মামলা চলছে ৷ সেই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সিএএ কার্যকর করা সম্ভব নয় ৷"
এই প্রেক্ষাপটে বিজেপি-এর প্রতি মতুয়াদের ক্ষোভ আছে কিনা,তা নিয়ে সর্বভারতীয় মতুয়া মহাসঙ্ঘের সাধারণ সম্পাদক সুখেন্দ্রনাথ গায়েনকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "মতুয়াদের মূল দাবি ছিল সিএএ ৷ এখনও সেই দাবি পূরণ হয়নি ৷ ফলে আগামী দিনে আলোচনা করেই ঠিক করা হবে মতুয়ারা কী করবেন !"