পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মতুয়াদের নাগরিকত্ব নিয়ে মমতাকে কটাক্ষ শান্তনু ঠাকুরের

মতুয়ারা নাগরিক ছিল । তাঁদের নতুন করে নাগরিকত্ব পাওয়ার কিছু নেই, BJP-র উদ্দেশ্যে মঙ্গলবার বেলেঘাটায় এমনটাই বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁর এহেন মন্তব্যের পর এবার মমতাকে কটাক্ষ করলেন BJP সাংসদ শান্তনু ঠাকুর ।

motua
মতুয়াদের নাগরিকত্ব

By

Published : Dec 25, 2019, 2:07 PM IST

Updated : Dec 25, 2019, 3:48 PM IST

ঠাকুরনগর, 25 ডিসেম্বর : নাগরিকত্ব সংশোধনী আইন ইশুতে (CAA) মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন BJP সাংসদ শান্তনু ঠাকুর ৷ "বারবার মতুয়া মতুয়া করছ । গত 30 বছর মতুয়াদের আমিই দেখেছি । মতুয়ারা নাগরিক ছিল । তাঁদের নতুন করে নাগরিকত্ব পাওয়ার কিছু নেই," BJP-র উদ্দেশ্যে মঙ্গলবার বেলেঘাটায় এমনটাই বলেছিলেন মুখ্যমন্ত্রী । তাঁর এহেন মন্তব্যের পর মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন BJP সাংসদ শান্তনু ঠাকুর ।

মতুয়াদের নতুন করে নাগরিকত্ব দেওয়া প্রসঙ্গে সারা ভারত মতুয়া সংঘের সংঘাধিপতি শান্তনু ঠাকুর বলেন, "মুখ্যমন্ত্রী যে কথা বলছেন তার মানে দাঁড়ায় যে, তিনি এতদিন মতুয়াদের জন্য কিছু করেননি । যাঁরা এতদিন ওপার বাংলা থেকে এসেছিলেন, তাঁরা এতদিন নাগরিক হতে পারেননি । মতুয়াদের নাগরিকত্ব কেউ দেয়নি । মতুয়াদের নিয়ে সবাই রাজনীতি করছিল ।"

দেখুন ভিডিয়ো...

মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে শান্তনু বলেন, "আধার কার্ড বা রেশন কার্ড দিয়ে নাগরিকত্ব হয় না । 2005 সালে তিনি কী কারণে লোকসভার স্পিকারকে কাগজ ছুড়ে মেরেছিলেন সেটা সবাই জানেন । 2010 সালে কলকাতার মেট্রো চ্যানেলে নাগরিকত্বের দাবিতে মতুয়ারা আন্দোলন করেছিলেন । সেদিন তৃণমূলের নেতারাও দাবি করেছিলেন মতুয়াদের নাগরিকত্ব দিতে হবে । এখন মুখ্যমন্ত্রী আবার বিরোধিতা করছেন কেন? একমাত্র প্রধানমন্ত্রীই মতুয়াদের নাগরিকত্ব দিয়েছেন ।"

Last Updated : Dec 25, 2019, 3:48 PM IST

ABOUT THE AUTHOR

...view details