পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

PM Tweeted on Matuya Fair: মতুয়া মেলা নিয়ে টুইটারে বার্তা প্রধানমন্ত্রীর, ধন্যবাদ জানালেন মমতা-শান্তনু - shantanu and mamata thanks pm modi

মতুয়া মেলা নিয়ে টুইটে শুভেচ্ছা বার্তা প্রধানমন্ত্রীর (PM Modi Tweeted on Matuya Fair) ৷ মতুয়াদের ধর্ম গুরু হরিচাঁদ ঠাকুরের মতাদর্শেরও প্রশংসা করেন তিনি ৷ মেলা শুরুর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টুইট দেখে তাঁকে পালটা ধন্যবাদ জানান মতুয়া ঠাকুরবাড়ির সদস্যরা ৷

PM Tweeted on Matuya Fair
গাইঘাটার মতুয়া মেলা

By

Published : Mar 18, 2023, 10:37 AM IST

Updated : Mar 18, 2023, 1:09 PM IST

মতুয়া মেলা নিয়ে টুইটে শুভেচ্ছা

গাইঘাটা, 18 মার্চ: মতুয়া মহামেলা নিয়ে টুইট করে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Matuya Fair in South 24 Pargana) । মতুয়াদের আরাধ্য হরিচাঁদ ঠাকুরের মতাদর্শেরও প্রসংশা করেন তিনি । মেলা শুরুর আগে প্রধানমন্ত্রী টুইট করায় খুশি মতুয়া সমাজ । প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা মতুয়া বাড়ির সদস্য শান্তনু ঠাকুর । মমতা ঠাকুরর সঙ্গে বিজেপির রাজনৈতিক সংঘাত থাকলেও প্রধানমন্ত্রী মতুয়াদের নিয়ে টুইট করায় তাঁকে ধন্যবাদ জানিয়েছেন তিনি ।

আগামী রবিবার থেকে গুরু হরিচাঁদ ঠাকুরের 212তম জন্মতিথি উপলক্ষ্যে উত্তর 24 পরগনা ঠাকুরনগর ঠাকুরবাড়িতে শুরু হচ্ছে মতুয়া ধর্ম মহামেলা ও স্নান । গতবছর ভার্চুয়ালি মতুয়া মেলার সূচনা করেন প্রধানমন্ত্রী । মতুয়াদের উদ্যেশ্যে বিশেষ বার্তা দিয়েছিলেন । এবছর মতুয়া ধর্মমেলা শুরুর দু'দিন আগেই শুক্রবার এ নিয়ে টুইটারে বার্তা দেন মোদি ।

মতুয়া মেলা নিয়ে টুইটারে বার্তা প্রধানমন্ত্রীর

তিনি লেখেন, "MatuaMahaMela2023 হল একটি গুরুত্বপূর্ণ ইভেন্ট যা মতুয়া সম্প্রদায়ের প্রাণবন্ত সংস্কৃতি প্রদর্শন করে । আমি আরও বেশি লোককে মেলা পরিদর্শনের জন্য অনুরোধ করব । একই সঙ্গে হরিচাঁদ ঠাকুরের মতাদর্শের প্রসংশা করে তিনি লেখেন, "দয়া ও সেবার পথ দেখানোর জন্য মানবতা চিরকাল শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের কাছে ঋণী থাকবে ।" প্রধানমন্ত্রী মতুয়া মেলা নিয়ে টুইট করা এবং হরিচাঁদ ঠাকুরের প্রশংসা করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান ঠাকুরবাড়ির প্রধান দুই সদস্য ৷ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর ও বনগাঁ লোকসভার প্রাক্তন সাংসদ মমতা ঠাকুর ।

শান্তনু ঠাকুর জানান, প্রধান মন্ত্রীর টুইট বার্তা আমাদের কাছে এসে পৌঁছেছে । তাঁর এই বার্তায় মতুয়া সমাজ খুশি।" সেই সঙ্গে কংগ্রেস ও সিপএমকে আক্রমণ করে শান্তনু ঠাকুর বলেন, "আগে রাজনৈতিক দলগুলি উদ্দেশ্য প্রণোদিতভাবে মতুয়া সম্প্রদায়কে প্রকাশ্যে আসতে দেয়নি । প্রধানমন্ত্রী মতুয়াদের সারা বিশ্বের কাছে তুলে ধরছেন ।" তিনি আরও জানান, মতুয়া মেলা উপলক্ষে মতুয়া ভক্তদের ঠাকুরবাড়িতে আসার জন্য 8টি দূরপাল্লার স্পেশাল ট্রেনের ও প্রায় 30 জোড়া লোকাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে ৷ আশা করা যায় এবছর 40 লক্ষের বেশি মতুয়া ভক্তরা মতুয়া মেলা ও স্নানে আসবে । ঠাকুরবাড়িতে আসবেন কেন্দ্রীয় বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল । উপস্থিত থাকাতে পারেন লোকসভার স্পিকারও ।" এই প্রসঙ্গেই মমতা ঠাকুর বলেন, "প্রধানমন্ত্রী যে ভাবে দেশের মানুষকে আমাদের ঠাকুরের সম্পর্কে জানার জন্য বার্তা দিয়েছেন তার জন্য অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পক্ষ থেকে আমি প্রধান মন্ত্রীকে ধন্যবাদ জানাই । ঠাকুরের পীঠস্থানে যে কেউ আসতে পারে তাঁদের আমারা স্বাগত জানাই ।"

আরও পড়ুন:বিয়ে করতে বলায় গভবর্তী নাবালিকাকে জ্যান্ত পুড়িয়ে মারল প্রেমিক

প্রসঙ্গত, 2019 সালের লোকসভা নির্বাচনে বিজেপির টিকিটে জিতে ঠাকুর বাড়ির সদস্য শান্তনু ঠাকুর সাংসদ হয়েছেন । পরবর্তীতে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীও হয়েছেন তিনি । তাঁর দাদা বিজেপির টিকিটে গাইঘাটার বিধায়ক হয়েছেন গত বিধানসভা নির্বাচনে । আগামী বছরের লোকসভা ভোটের আগে মতুয়া মেলাকে কেন্দ্র করে প্রধানমন্ত্রীর এই বার্তা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই মত রাজনৈতিক মহলের ।

Last Updated : Mar 18, 2023, 1:09 PM IST

ABOUT THE AUTHOR

...view details