বসিরহাট, উত্তর 24 পরগনা: ইটভাটায় চিমনি বিস্ফোরণে মৃত্যু হল 3 শ্রমিকের । ধ্বংসস্তূপের তলায় আর কেউ চাপা পড়ে রয়েছে কি না সেই দিকটি খতিয়ে দেখা হচ্ছে । বুধবার উত্তর 24 পরগনার বসিরহাট 1নম্বর ব্লকের ইটিন্ডা এলাকায় মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে । মৃতরা হলেন, হাফিজুল মণ্ডল (35), রাকেশ কুমার(40) এবং অন্য আর এক মৃত শ্রমিকের পরিচয় এখনও জানা যায়নি ৷
স্থানীয় সূত্রে খবর, ইছামতী নদীর তীরে ইটিন্ডা এলাকায় দীর্ঘদিন ধরে একটি ইটভাটা ছিল। প্রতিদিনের মতো বুধবার রাতেও সেখানে চলছিল ইট তৈরির কাজ । সেই সময় হঠাৎই চিমনি বিস্ফোরণ ঘটে বলে জানা গিয়েছে । বিস্ফোরণের আওয়াজ পেয়ে স্থানীয় লোকজন উপস্থিত হয় । খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হয় স্থানীয় পুলিশ প্রশাসনও। ধ্বংসস্তূপের নীচ থেকে তড়িঘড়ি জখম শ্রমিকদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে । সেখানেই আহত 3 শ্রমিককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা । গুরুতর জখম 5 শ্রমিককে সঙ্কটজনক অবস্থায় স্থানান্তরিত করা হয়েছে কলকাতার আরজিকর হাসপাতালে । এখনও বেশ কয়েকজন চিকিৎসাধীন রয়েছেন বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে । এখনও পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করা সম্ভব হলেও মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ।
এদিকে, ঘটনার পরই পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা দফতরের লোকজন পৌঁছয় দুর্ঘটনাগ্রস্ত ওই ইটভাটায়। জেসিবি মেশিন দিয়ে ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু করে । ধ্বংসস্তূপের মধ্যে আর কোনও শ্রমিক আটকে রয়েছে কি না, তাও দেখা হচ্ছে । এই বিষয়ে বসিরহাটের পুলিশ সুপার জেবি থমাস কে বলেন, "প্রাথমিকভাবে তিনজনের মৃত্যুর খবর মিলেছে। বাকি জখমদের উদ্ধার করে বসিরহাট হাসপাতালে পাঠানো হয়েছে । কেউ যদি ভিতরে চাপা পড়ে থাকে কিনা তার জন্য জেসিবি দিয়ে ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে ।"