কেষ্টপুর, 25 জুলাই : কেষ্টপুর খাল সংলগ্ন শতরূপা পল্লিতে কাঠের দোকানে প্রথম আগুন লাগে । তারপর তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে ৷ আগুন নেভানোর সময় আহত হন দুই দমকল কর্মী-সহ পাঁচজন ৷ ঘটনাস্থলে এসে পৌঁছান দমকল মন্ত্রী সুজিত বসু ৷
আহত এক ফার্নিচারের দোকানদার বিধান বৈদ্য জানান, গভীর রাতে হঠাৎ দেখি আগুন লেগেছে ৷ জিনিসপত্র বের করে আনার সময় দোকানে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয় ৷ সেই মুহূর্তে যারা লাফ দিয়ে পালিয়ে আসি তারা বেঁচে গিয়েছি ৷ যারা লাফ দিতে পারেনি তারা পুড়ে গিয়েছে ৷ চোখের সামনে দেখেছি দু'জন পুড়ে গিয়েছে ৷ দমকলবাহিনীর সঙ্গেই আমরা ছিলাম ৷ হয়ত ওরাও আহত হয়েছেন ৷ প্রায় 20 থেকে 25 টি দোকান পুড়ে গিয়েছে ৷ কীভাবে আগুন লাগল বুঝতে পারছি না ৷ কেউ লাগিয়ে দিয়ে থাকতে পারে ৷ আমার দোকানও পুড়ে ছাই হয়ে গিয়েছে ৷