স্বরূপনগর, 14 জুন : সন্তানের মৃত্যুতে মায়ের যাবতীয় রাগ যেন এসে পড়েছে গ্রামবাসীদের ওপর । একের পর এক গ্রামবাসীর ওপর হামলা চালিয়ে রক্তাক্ত করেছে সে (Several People Injured in Attack of Hanuman) । ইতিমধ্যে তাঁর আক্রমণে জখম হয়েছে মহিলা, শিশু-সহ অন্তত 20 জন গ্রামবাসী । তাঁরা বর্তমানে চিকিৎসাধীন হাসপাতালে । যার তাণ্ডবে সন্ত্রস্ত হয়ে রয়েছে গ্রামবাসীরা সে একজন সন্তানহারা মা হনুমান। এমনই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর 24 পরগনার স্বরূপনগরের বিথারী হাকিমপুর সীমান্ত এলাকায় । হনুমানের তাণ্ডব লীলায় এখন ঘরের বাইরে পা রাখতেও ভয় পাচ্ছেন গ্রামের লোকজন । আতঙ্কে ঘরের দরজা-জানলা সবসময় বন্ধ করে রাখতে হচ্ছে তাঁদের । কখন সন্তানহারা মা হনুমানটি আক্রমণ করে বসে এই ভেবে ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দিন দুয়েক আগে বাড়ির ছাদ থেকে পড়ে মারা যায় একটি ছোট হনুমান । তারপর থেকেই সন্তান হারিয়ে কার্যত রাগে ফুঁসছে মা হনুমানটি । যাকেই সামনে পাচ্ছে তাঁকেই আক্রমণ করছে সে । কারও হাত কামড়ে দিয়েছে তো কারও আবার মুখে কামড় বসিয়ে জখম করেছে মা হনুমানটি । তাঁর আক্রমণে মহিলা, শিশু মিলিয়ে অন্তত 20 জন গ্রামবাসী জখম হয়ে চিকিৎসাধীন রয়েছেন স্থানীয় শাড়াফুল গ্রামীণ হাসপাতালে । এই ঘটনায় যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে স্বরূপনগরের সীমান্ত ঘেঁষা এলাকায় ।