দেগঙ্গা, 19 মার্চ: মাটি কাটার গাড়ি চলা নিয়ে তৃণমূলে দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তেজনা এলাকায় (Tmc Inner Clash In Deganga) ৷ বৃহস্পতিবার উত্তর 24 পরগনার দেগঙ্গার ঘটনা ৷ কলসুরের উপপ্রধান গফফার আলি মোল্লা ও পঞ্চায়েত সদস্য সাহাবুল সর্দারের অনুগামীদের মধ্যে সংঘর্ষ বাধে ৷ সংঘর্ষে 12 জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে ৷ 4 জনের অপেক্ষা আশঙ্কাজনক ৷ আহতরা স্থানীয় বারাসত হাসপাতালে চিকিৎসাধীন ৷
এই প্রসঙ্গেই আক্রান্তরা জানিয়েছেন, শেখের মোড় এলাকায় মাটি কাটার গাড়ি চলছে । মাটি কাটার গাড়ির ধুলোয় এলাকাবাসীর অসুবিধা হচ্ছে । তার প্রতিবাদ করতে গেলে পঞ্চায়েত সদস্য সাহাবুল সর্দারের অনুগামীরা তাঁদের উপরে অতর্কিত হামলা চালায় । বাঁশের ও লোহার রড দিয়ে তাঁদের মারধোর করা হয়েছে বলেও অভিযোগ করেন তাঁরা । এই ঘটনায় 5 থেকে 6 জন আহত হয়েছে বলে জানান স্থানীয়রা ।