বসিরহাট, 20 অক্টোবর:দুর্ঘটনায় উত্তর 24 পরগনার মিনাখার উচিলদহ এলাকায় তিন বাসিন্দার মত্যু ৷ গুরুতর আহত অবস্থায় কলকাতা আরজিকর হাসপাতালে চিকিৎসাধীন আরও দুই শ্রমিক (Labours Died by an Accident) ৷ মিনি ট্রাকের অ্যাক্সেল ভেঙে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে ৷ শ্রমিকদের মত্য়ুর খবর পৌঁছতেই শোকস্তব্ধ সারা গ্রাম ৷
জানা গিয়েছে, রুটিরুজির টানে উচিলদহ গ্রামের 7 জন শ্রমিক কাজে গিয়েছিলেন কলকাতার চিংড়িঘাটার একটি মার্বেলের গোডাউনে। বুধবার সেখান থেকে মার্বেল বোঝাই মিনি ট্রাকে করে পৌঁছে দিতে যাচ্ছিলেন নির্দিষ্ট গন্তব্যে। চিংড়িঘাটার কাছে মিনি ট্রাকটির অ্যাক্সেল ভেঙে দুর্ঘটনা ঘটে। প্রাণ হারান ট্রাকে থাকা 3 জন শ্রমিক । মৃতদের নাম শম্ভুনাথ দাস(50),বাপ্পা হালদার(29) ও প্রণব বেরা(32)। ওই গাড়িতে ছিলেন অভি দাস এবং অমিত দাস আরজিকর হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ৷ আহত অন্য দুই শ্রমিককে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে ।