পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ক্ষতিগ্রস্ত আটটি বাড়ি, অতিরিক্ত খননের জেরেই কি সুটি খালে ভাঙন ? - সুটি খালের ভাঙনে ক্ষতিগ্রস্ত আটটি বাড়ি

গত বছরের মে মাসে সুটি খাল সংস্কারে হাত দেয় সেচ বিভাগ । অভিযোগ, এরপরই সুটি খালের পাড়ের মাটি আলগা হতে শুরু করে । যা প্রকট হয়েছে ঘূর্ণিঝড় যশের পর থেকেই । মাটি ধসে খালপাড় লাগোয়া রাস্তা অনেকটায় বসে যায় । ভাঙনের জেরে হেলে পড়ে একাধিক বাড়ি ।

সুটি খালের ভাঙনে ক্ষতিগ্রস্ত আটটি বাড়ি
সুটি খালের ভাঙনে ক্ষতিগ্রস্ত আটটি বাড়ি

By

Published : Jul 2, 2021, 6:18 PM IST

বারাসত, 2 জুলাই : সুটি খালের ভাঙনে ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি । ভাঙনের জেরে বসে গিয়েছে খালপাড়ের প্রায় দেড়শো ফুট রাস্তাও । ক্ষতিগ্রস্ত আটটি বাড়ি যে কোনও মুহূর্তে খালে তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে । সেই কারণে পরিবারের সদস্যদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে । ঘটনাটি বারাসত পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের সুবর্ণপত্তন এলাকার । খালের দিকে ঝুলে থাকা একটি বিপজ্জনক বাড়িও ইতিমধ্যে ভেঙে ফেলা হয়েছে পৌরসভার তরফে ।

এলাকাবাসীর অভিযোগ, খাল থেকে অতিরিক্ত মাটি কাটার ফলেই এই বিপর্যয় ঘটেছে । অবিলম্বে খালপাড়ের সংস্কার না হলে যে কোনও সময় বড়সড় অঘটন ঘটার শঙ্কা উড়িয়ে দিচ্ছেন না বাসিন্দারা । সেকথা মাথায় রেখে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পৌর প্রশাসন ।

বারাসতের সুবর্ণপত্তন এলাকা দিয়ে বয়ে গিয়েছে সুটি খাল । খালের পাশেই তৈরি হয়েছে একের পর এক বাড়ি । যেগুলি মূলত কেন্দ্রীয় সরকারের আর্থিক সাহায্যে গড়ে উঠেছে । তৎকালীন বার্মা থেকে আসা মানুষের পুনর্বাসনের জন্য খাল বরাবর প্রায় সাতশো বাড়ি তৈরি হয়েছিল 1967 সালে । দীর্ঘদিন ধরে সুটি খাল সংস্কার না হওয়ায় মজে গিয়েছিল । এর জেরে বর্ষাকালে দুর্ভোগের শেষ ছিল না খালপাড়ের বাসিন্দাদের ।

সুটি খাল সংস্কারের দাবিতে বারবার সরব হয়েছেন এলাকার বাসিন্দারা । শেষে তাঁদের দাবি মেনে গত বছরের মে মাসে সুটি খাল সংস্কারে হাত দেয় সেচ বিভাগ । অভিযোগ, এরপরই সুটি খালের পাড়ের মাটি আলগা হতে শুরু করে । যা প্রকট হয়েছে ঘূর্ণিঝড় যশের পর থেকেই । মাটি ধসে খালপাড় লাগোয়া রাস্তা অনেকটায় বসে যায় । ভাঙনের জেরে হেলে পড়ে একাধিক বাড়ি । এরপর, সময় যত গড়িয়েছে ততই পাড়ের ভাঙন বেড়েছে । এই মুহূর্তে খালের পাড়ে প্রায় আটটি বাড়ি বিপজ্জনক অবস্থায় রয়েছে বলে পৌরসভা সূত্রে খবর । খালের দিকে হেলে পড়া একটি বাড়ি ইতিমধ্যে ভেঙে ফেলা হয়েছে । খালপাড়ের ধার বরাবর শালখুঁটি ও বালির বস্তা ফেলে ভাঙন ঠেকানোর উদ্যোগ নিয়েছে পৌর কর্তৃপক্ষ । তবে, তা দিয়ে ভাঙন কতটা রোখা যাবে তা নিয়ে সংশয় রয়েছে । তাই, বাসিন্দারা চাইছেন, ভাঙনের স্থায়ী সমাধানে খালপাড় বাঁধানো হোক । তা হলেই বড় অঘটনের হাত থেকে রেহাই মিলবে ।

অতিরিক্ত খননের জেরেই কি সুটি খাল ভাঙন ?

আরও পড়ুন : বর্ষা শুরু হতেই গঙ্গার চোখরাঙানি, ভাঙন মালদার দুই ব্লকে

এই বিষয়ে অরিজিৎ বোস নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, "আমফানের ঠিক আগে সুটি খালের খননের কাজে হাত দেওয়া হয় । সেই সময় খালে অতিরিক্ত খনন হওয়ায় মাটি ধসতে শুরু করে । যশের পর সেই ধস আরও বাড়তে থাকে । এর জেরে বেশ কিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে । স্থানীয় কো-অর্ডিনেটর তাপস দাশগুপ্ত উদ্যোগ নিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজনকে অন্যত্র সরানোর ব্যবস্থা করেছেন । ভাঙনের জেরে আতঙ্কের মধ্যে দিন কাটছে এলাকার বাসিন্দাদের । প্রশাসন আর্থিক সাহায্য করলে উপকার হয় ।"

বিষয়টি নিয়ে স্থানীয় তৃণমূলের কো-অর্ডিনেটর ও পৌরসভার প্রশাসকমণ্ডলীর সদস্য তাপস দাশগুপ্ত বলেন,"সুটি খাল গভীরভাবে কাটার ফলেই এই বিপর্যয় ঘটেছে । মাটির স্তর আলগা হওয়ার ফলে আশপাশের বাড়িও দুর্বল হয়ে গিয়েছে । প্রায় আটটি বাড়ি বিপজ্জনক অবস্থায় রয়েছে । খালপাড়ের পাশে একটি বাড়ি হেলে যাওয়ায় সেটি পৌরসভাকে ভাঙতে হয়েছে । বাড়ির সদস্যদের আপাতত একটি ভাড়া বাড়িতে রাখার ব্যবস্থা করা হয়েছে ।" তাঁর কথায়, "যশের সময় থেকেই ভাঙন সমস্যা শুরু হয়েছিল । ভাঙন ঠেকাতে তখন শাল কাঠ এবং বালির বস্তা ফেলে সমস্যা মেটানোর চেষ্টা হয়েছিল । কিন্তু সেই ভাঙন এখন আরও বেড়েছে ।" সেচ বিভাগের সঙ্গে সমন্বয় রেখে দ্রুত সমস্যা মেটানোর আশ্বাস দিয়েছেন তৃণমূলের এই কো-অর্ডিনেটর ।

ABOUT THE AUTHOR

...view details