পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Road Accident at Baduria : নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা কাঠ-বোঝাই গাড়ির, মৃত দুই - নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা কাঠ-বোঝাই গাড়ির

গাড়ির অত‍্যাধিক গতি, নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা রাস্তার পাশে গাছে । মর্মান্তিক দুর্ঘটনায় মৃত দুই । গুরুতর আহত আরও চারজন । উত্তর চব্বিশ পরগনার বাদুড়িয়ার শুক্রবার বিকেলের ঘটনা (Road Accident at Baduria)।

Road accident in Baduria
নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা রাস্তার পাশে গাছে

By

Published : Mar 25, 2022, 9:42 PM IST

বাদুড়িয়া, 25 মার্চ :নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছে সজোরে ধাক্কা মারল কাঠ বোঝাই এক গাড়ি (Road Accident at Baduria) । দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান গাড়ির চালক ও খালাসি । গুরুতর আহত আরও চারজন । উত্তর চব্বিশ পরগনার বাদুড়িয়ার শুক্রবার বিকেলের ঘটনা ।

ওই গাড়ির গতি এতটাই ছিল যে দুর্ঘটনায় গাড়ির সামনের অংশ একেবারে দুমড়ে মুচড়ে যায় । গাড়ির চালক ও খালাসির দেহ বের করতে গিয়ে হিমশিম খেতে হয় স্থানীয়দের ও পুলিশ প্রশাসনকে । পরে, দেহ দু'টিকে বের করে নিয়ে যাওয়া হয় রুদ্রপুর গ্রামীণ হাসপাতালে । একই সঙ্গে গুরুতর আহত চারজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় বসিরহাট জেলা হাসপাতালে । বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তাঁরা । মৃত ও আহতদের পরিচয় এখনও অজানা ৷

আরও পড়ুন :শিলিগুড়িতে ট্রাকের সঙ্গে অ্যাম্বুল্যান্সের মুখোমুখি সংঘর্ষে গর্ভবতী মহিলা-সহ তিনজনের মৃত্যু

স্থানীয় সূত্রে খবর, উত্তর চব্বিশ পরগনার মছলন্দপুর থেকে একটি গাড়ি কাঠ বোঝাই করে বসিরহাটের দিকে যাচ্ছিল । চালক, খালাসি ছাড়াও গাড়িতে সওয়ারি ছিলেন আরও চারজন । বাদুড়িয়ার বাগজোলা পাম্পের কাছে গাড়িটি আসতেই আচমকা নিয়ন্ত্রণ হারায় চালক । সজোরে গিয়ে ধাক্কা মারে রাস্তার পাশে থাকা একটি গাছে । বিকট শব্দে হতচকিত হয়ে যান স্থানীয় লোকজন । তড়িঘড়ি স্থানীয়রা দুর্ঘটনাগ্রস্ত এলাকায় গিয়ে দেখেন গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে গিয়েছে । এরপরই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বাদুড়িয়া থানার পুলিশ । প্রাথমিকভাবে এই দুর্ঘটনার পিছনে গাড়ির অত্যাধিক গতিই কারণ বলে অনুমান করা হলেও যন্ত্রাংশে কোনও ত্রুটি ছিল কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ ।

আরও পড়ুন :নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের ধাক্কা ম্যাটাডোরের, বাসন্তী হাইওয়েতে মৃত 2

ABOUT THE AUTHOR

...view details