বিধাননগর, 6 জুলাই: টেক সাপোর্ট প্রতারণায় নয়া পন্থা । ইমেল ব্লাস্টের মাধ্যমে চলতো বিদেশি নাগরিকদের প্রতারণা চক্র । বিদেশি মুদ্রায় টাকা হাতিয়ে পরিবর্তন করা হতো বিট কয়েনে । অভিনব কায়দায় প্রতারণা চক্রের পর্দাফাঁস করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ । গ্রেফতার প্রতারণা চক্রের 10 জন (Fraud arrested in Bidhannagar) ।
মঙ্গলবার রাতে সূত্র মারফত খবর পেয়ে রাজারহাট এলাকার মণি ক্যাসাডনা বিল্ডিংয়ের ইস্ট টাওয়ারের রেভারেণ্ড ইনফসার্ভ প্রাইভেট লিমিটেড নামের একটি অফিসে হানা দেয় বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ । পুলিশ সূত্রে খবর, অফিসে একটি ভুয়ো কল সেন্টার চালাত কিছু ব্যক্তি । সেই কল সেন্টারের মাধ্যমে চেক রিপাবলিক, জার্মানি, পর্তুগাল ও মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দাদের সঙ্গে ইমেল ব্লাস্ট পদ্ধতিতে যোগাযোগ স্থাপন করতো মাইক্রোসফ্ট টেক সাপোর্ট টিম পরিচয় দিয়ে । এরপরই তাদের ওয়েবসাইট https://localbitcoins.com/ অ্যাকসেস দিয়ে বিদেশি নাগরিকদের কম্পিউটারের রিমোর্ট কন্ট্রোল নিজেদের হাতে নিয়ে নিত এই প্রতারকরা । এরপরই তাদের কম্পিউটারের টেক সাপোর্টের নাম করে বিদেশি মুদ্রায় টাকা ট্রানজেকশন করত অভিযুক্তরা । তবে সেই টাকা দেশীয় টাকায় পরিবর্তন না করে টাকা কনভার্ট করা হত ডিজিটাল মুদ্রা বা বিট কয়েনে । এভাবেই বিদেশি নাগরিকদের ঠকিয়ে লক্ষাধিক টাকা প্রতারণা করত তারা ।