বসিরহাট, 25 ফেব্রুয়ারি:ওড়িশার জাজপুরে ভয়াবহ পথ দুর্ঘটনা প্রাণ কাড়ল এই রাজ্যের সাত শ্রমিকের । এদের প্রত্যেকেরই বাড়ি উত্তর 24 পরগনার বসিরহাটের মাটিয়া থানার নেভালপুর সরদার পাড়ায় । নিহতদের মধ্যে তিনজন আবার একই পরিবারের সদস্য । পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতরা হলেন, সুরজ মণ্ডল(44), মহম্মদ আমজাদ আলি সরদার(28), জাহাঙ্গীর সরদার(32), করিম সরদার(21), মহম্মদ আমিরুল আলি সরদার(26), মহম্মদ আরিফ সরদার(27) এবং মোয়াজ্জেম সরদার(30) । এদের মধ্যে সুরজ হলেন দুর্ঘটনাগ্রস্ত গাড়ির চালক । মর্মান্তিক এই দুর্ঘটনার খবরে শোকে ভেঙে পড়েছে গোটা গ্রাম । গ্রামজুড়ে শুধু কান্নার রোল । সূত্রের খবর, পড়শি রাজ্য ওড়িশা থেকে দেহ ফেরাতে তৎপর হয়েছে নবান্ন । ওড়িশা সরকারের সঙ্গে ইতিমধ্যে যোগাযোগও করা হয়েছে ।
পরিবার সূত্রে খবর, নিহতেরা সকলেই ওড়িশার জাজপুরে একটি পোলট্রি ফার্মে কাজ করতেন । সেখানেই এই সাতজন মুরগি নিয়ে গিয়েছিলেন শুক্রবার বিকেলের দিকে । একটি চার চাকা গাড়ি ভাড়া নিয়ে বসিরহাটের মাটিয়া থেকে রওনা হয়েছিলেন সকলে মিলে । শনিবার ভোরে পোলট্রি বোঝাই সেই গাড়িটিই দুর্ঘটনার কবলে পড়ে । জানা গিয়েছে, এদিন ভোর চারটে নাগাদ ওড়িশার জাজপুরের ধর্মশালায় 16 নম্বর জাতীয় সড়কের ধারে চার চাকার ওই গাড়িটি দাঁড়িয়েছিল শ্রমিকদের বিশ্রামের জন্য । তখন পিছন থেকে একটি ডাম্পার সজোরে ধাক্কা মারে তাঁদের গাড়িটিতে । দুর্ঘটনার তীব্রতায় গাড়িটি একেবারে দুমড়েমুচড়ে যায় । যার জেরে সাতজনের দেহ বের করে আনতে বেগ পেতে হয় স্থানীয় লোকজনকে ।