দেগঙ্গা, 9 সেপ্টেম্বর : গত সপ্তাহের পর ফের এক নাবালিকা ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠল উত্তর 24 পরগনার দেগঙ্গায় ৷ এই ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ সূত্রের খবর, ধৃতদের মধ্যে একজন নাবালক ! গ্রেফতার করা হয়েছে আরও এক যুবককে ৷ তবে মূল অভিযুক্ত ঘটনা জানাজানি হওয়ার পর থেকেই বেপাত্তা ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে ঘটনাটি ঘটেছে দেগঙ্গা থানার সোহাই এলাকার ৷ এদিকে, আটদিনের মধ্যে পরপর দু’টি গণধর্ষণের অভিযোগ ওঠায় নিরাপত্তাহীনতায় ভুগছেন এলাকার মহিলারা ৷ প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়ে ৷
আরও পড়ুন :মহিলাকে গণধর্ষণের অভিযোগ, পথ অবরোধ খেজুরিতে
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার বিকেলে এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিল ওই নাবালিকা ৷ সন্ধ্যার পর আত্মীয়ের বাড়ি থেকে একাই ফিরছিল সে। অভিযোগ, সেই সময়েই সোহাই এলাকার একটি নির্জন জায়গায় তিনজন তার পথ আটকায় এবং তাকে জোর করে একটি আমবাগানে তুলে নিয়ে যায় তারা ৷ সেখানেই মেয়েটিকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ ৷
নাবালিকার পরিবারের সদস্যদের দাবি, এই ঘটনার পর গুরুতর অসুস্থ হয়ে পড়ে মেয়েটি ৷ তারপর কোনওক্রমে বাড়ি ফেরে সে ৷ মাঝরাস্তায় দিদির সঙ্গে দেখা হয় তার ৷ সেখানেই দিদিকে তার সঙ্গে হওয়া ঘটনার কথা জানায় ওই ছাত্রী ৷ বুধবার রাতেই নির্যাতিতার পরিবারের সদস্যরা তিনজনের বিরুদ্ধে দেগঙ্গা থানায় অভিযোগ দায়ের করেন ৷ পরিবারের অভিযোগের ভিত্তিতে সঙ্গে সঙ্গে দু’জনকে গ্ৰেফতার করে পুলিশ ৷ যদিও মূল অভিযুক্তের সন্ধান পায়নি তারা ৷
আরও পড়ুন :গণধর্ষণ করে খুন করা হয়েছে কিশোরীকে, দাবী বিজেপির
দেগঙ্গা থানা সূত্রে খবর, বুধবার রাতভর মূল অভিযুক্তের খোঁজে নানা জায়গায় তল্লাশি চালানো হয়েছে ৷ অন্যদিকে, বিশ্বনাথপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে অভিযোগকারিণীর চিকিৎসা চলছে ৷ পরিবারের সদস্যরা জানিয়েছেন, শারীরিকভাবে স্থিতিশীল হলেও মানসিকভাবে একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে ওই নাবালিকা ৷ উল্লেখ্য, এর আগে গত 1 সেপ্টেম্বর দেগঙ্গা থানা এলাকায় একটি গণধর্ষণের ঘটনা ঘটেছিল ৷ ওই ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছিল পুলিশ ৷ তার রেশ কাটতে না কাটতেই ফের একই ঘটনা ঘটায় উদ্বিগ্ন স্থানীয় বাসিন্দারা ৷ এলাকায় রাতের নিরাপত্তা আরও জোরদার করার দাবি তুলেছেন তাঁরা ৷