স্বরূপনগর, 20 মে : পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে জনতা-পুলিশ সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিল উত্তর ২৪ পরগনার স্বরূপনগর। উত্তেজিত জনতার ছোড়া ইট-পাথরে থানার OC সহ চার পুলিশকর্মী জখম হয়েছেন। পুলিশের তিনটি গাড়িও ভাঙচুর করা হয়। পুলিশের লাঠিচার্জে জখম হয়েছেন সাত গ্রামবাসী । পথ দুর্ঘটনায় গুরুতর জখম ইয়াকুব আলি মোল্লা (71), স্বরূপনগর থানার OC তুষারকান্তি বিশ্বাস সহ মোট তিন পুলিশকর্মী বসিরহাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়দের তরফে জানা গেছে,স্বরূপনগরের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের দত্তপাড়া গ্রামের ভিতর দিয়ে যাওয়া হাকিমপুর-ডাকবাংলো রাস্তায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। মাসখানেক আগে দত্তপাড়া চৌমাথা বাজারে বাইক দুর্ঘটনায় দয়ালচন্দ্র মণ্ডল (60) নামে একজনের মৃত্যু হয়। এরপরই স্থানীয় বাসিন্দারা রাস্তায় স্পিড ব্রেকার বসানোর দাবি জানান। পুলিশ দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে সেবার পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে । আজ সেই চৌমাথা বাজারের মুদি ব্যবসায়ী ইয়াকুব আলি রাস্তা পার হচ্ছিলেন। সেই সময় হাকিমপুরের দিক থেকে আসা মারুতি গাড়ি ইয়াকুবকে ধাক্কা মারে । এরপরই ঘাতক গাড়িকে আটক করে, পথ অবরোধ শুরু করেন স্থানীয়রা । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ । গাড়িটিকে থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু স্থানীয়রা তাতে বাধা দেন।