বনগাঁ (উত্তর 24 পরগনা), 26 এপ্রিল : মাস শেষ হতে চললেও এখনও মিলেনি গতমাসের বেতন । ব্যাঙ্ক ও এলডিআই অফিসে ছুটাছুটি করেও মিলছে না সদুত্তর । এবার তাই বেতনের দাবিতে এটিআই অফিসে অবস্থান বিক্ষোভ শুরু করলেন শিক্ষক-শিক্ষিকারা । উত্তর 24 পরগনা এটিআই অফিসের ঘটনা ।
এক মাসের বেতন না ঢোকায় বনগাঁয় এডিআই অফিসে বিক্ষোভ শিক্ষকদের
গত মার্চ মাসের বেতন না ঢোকায় এবার বনগাঁ এডিআই অফিসে অবস্থান বিক্ষোভে বসেছেন প্রায় 40 জন শিক্ষক-শিক্ষিকা ৷ বেতন কবে হবে জবাব না দিলে বিক্ষোভ চলবে বলে জানান তাঁরা৷
আরও পড়ুন : কোন্নগরে বেসরকারি স্কুলে বেতন বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ
বনগাঁ মহকুমার প্রায় 80 জন হাইস্কুলের শিক্ষক-শিক্ষিকা মাসিক বেতন না পেয়ে সোমবার সকাল থেকে অবস্থান বিক্ষোভে বসেছেন বনগাঁ এডিআই অফিসে । শিক্ষক শিক্ষিকাদের দাবি, বনগাঁ মহকুমা এলাকার অধিকাংশ শিক্ষক-শিক্ষিকা তাঁদের মাসিক বেতন পেয়ে গিয়েছেন । কিন্তু কয়েকটি হাইস্কুলের প্রায় 80 জন শিক্ষক-শিক্ষিকার অ্যাকাউন্টে এখনও মাসিক বেতন ঢোকেনি ৷ বিষয়টি ব্যাঙ্ক এবং এডিআই অফিসের দফতরে জানিয়েও লাভ হচ্ছে না বলে অভিযোগ করেছেন তাঁরা । অবশেষে বেতন না পেয়ে সোমবার সকাল থেকে শিক্ষক-শিক্ষিকারা এডিআই অফিসের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেছেন । তাঁরা জানিয়েছেন, যতক্ষণ না পর্যন্ত তাঁদের বেতন নিয়ে কোনও সদুত্তর কর্তৃপক্ষ দিচ্ছে না, ততক্ষণ এই অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবেন শিক্ষক-শিক্ষিকারা যদিও এ নিয়ে কোনও মন্তব্য করতে চায়নি এডিআই অধিকারিক ।