পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

School Teacher tests covid positive : সপরিবারে করোনা আক্রান্ত শিক্ষিকা, বন্ধ দেগঙ্গার স্কুলের পঠনপাঠন - কার্তিকপুর দেগঙ্গা আদর্শ বিদ্যাপীঠ

করোনা সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে আসায় রাজ্যে খোলা হয়েছে স্কুল ৷ কিন্তু বেশ কিছু স্কুল থেকে করোনা সংক্রমণের খবর মিলছে ৷ সম্প্রতি উত্তর 24 পরগনার দেগঙ্গায় একটি স্কুলে শিক্ষিকা করোনা আক্রান্ত হয়েছেন (School Teacher tests covid positive) ৷

কার্তিকপুর দেগঙ্গা আদর্শ উচ্চ মাধ্যমিক বিদ্যাপীঠ
কার্তিকপুর দেগঙ্গা আদর্শ উচ্চ মাধ্যমিক বিদ্যাপীঠ

By

Published : Dec 7, 2021, 7:16 AM IST

দেগঙ্গা, 7 ডিসেম্বর : সপরিবারে করোনায় আক্রান্ত স্কুলের শিক্ষিকা । এই খবর জানাজানি হতেই সংক্রমণের আতঙ্ক ছড়িয়েছে অন্য শিক্ষক, অশিক্ষক কর্মী এবং পড়ুয়াদের মধ্যে । পরিস্থিতির জেরে অনির্দিষ্টকালের জন্য স্কুলের পঠনপাঠন বন্ধ রাখা হয়েছে (Corona in School) । ঘটনাটি উত্তর 24 পরগনার কার্তিকপুর দেগঙ্গা আদর্শ উচ্চ মাধ্যমিক বিদ্যাপীঠের (School Teacher reports corona infection at Deganga) ।

সূত্রের খবর, গত শুক্রবার ওই শিক্ষিকা এসে যথারীতি বাংলার ক্লাস নিয়েছিলেন পড়ুয়াদের । এরপর বাড়ি ফিরে রাতের খাবার খেতে বসে বুঝতে পারেন খাবারের কোনও স্বাদ পাচ্ছেন না । দেরি না করে পরের দিন তিনি কোভিড পরীক্ষা করান । 24 ঘণ্টার মধ্যে সেই পরীক্ষার রিপোর্ট এলে জানা যায়, ওই শিক্ষিকা করোনায় আক্রান্ত হয়েছেন (Deganga school teacher reports corona infection) । একইভাবে শিক্ষিকার স্বামী-সহ পরিবারের আরও কয়েকজনের কোভিড পরীক্ষার রিপোর্টও পজিটিভ এসেছে । তা জানতে পেরেই সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ । এতে সংক্রমণের আতঙ্ক ছড়িয়েছে পড়ুয়া থেকে শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের মধ্যে ।

আরও পড়ুন : Chewing Gum to cut Covid Transmission : করোনা ঠেকাতে চিউয়িং গাম চিবোন

স্কুল সূত্রে জানা গিয়েছে, ওই শিক্ষিকা কোভিড-19 ভ্যাকসিনের দু'টি ডোজ-ই নিয়েছেন । তিনি মুখে মাস্ক পরে পড়ুয়াদের ক্লাস নিয়েছিলেন শুক্রবার । সেই সময় তাঁর মধ্যে সংক্রমণের কোনও উপসর্গ লক্ষ্য করা যায়নি । ফলে পড়ুয়াদের একাংশের সংক্রমণের সম্ভাবনা কম বলেই মনে করছে স্কুল কর্তৃপক্ষ । তাও কোনও ঝুঁকি না নিয়ে পরিস্থিতির উপর নজর রাখছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ । অবস্থা বুঝে আবার স্কুল খোলার সিদ্ধান্ত নেওয়া হবে ।

করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী হওয়ার জন্যে প্রায় দু'বছর ধরে বন্ধ ছিল রাজ্যের সমস্ত স্কুলের পঠনপাঠন । এরপর সংক্রমণের গ্রাফ কিছুটা কমতে 16 নভেম্বর থেকে সব রকম বিধিনিষেধ মেনে ফের খোলা হয়েছে স্কুল । তবে আপাতত নবম, দশম, একাদশ এবং দ্বাদশ শ্রেণির পঠনপাঠনই চলছে স্কুলগুলিতে ।

কিন্তু ক্লাস শুরু হওয়ার পরে পরে বিপত্তি ঘটেছে বেশকিছু স্কুলে । কোথাও স্কুলের প্রধান শিক্ষক করোনায় আক্রান্ত হয়েছেন, কোথাও বা স্কুলের শিক্ষক ৷ এতে কয়েকদিনের জন্য স্কুলগুলি বন্ধ রাখতে হয়েছে । এবার সংক্রামিতের তালিকায় যুক্ত হল দেগঙ্গার ওই স্কুলের এক শিক্ষিকার নামও ।

এদিকে, সংক্রমণ ঠেকাতে এদিনই স্কুলের বিভিন্ন ক্যাম্পাস স্যানিটাইজড করা হয়েছে প্রশাসনের তরফে । সংক্রমণ আতঙ্কের মধ্যেই আক্রান্ত ওই শিক্ষিকা দ্রুত সুস্থ হয়ে উঠুক সেটাই এখন চাইছেন সকলে ।

ABOUT THE AUTHOR

...view details