বারাসত, 26 অক্টোবর: দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে প্রায় দু'বছরের মাথায় বাজতে চলেছে স্কুলের ঘন্টা। শুরু হতে চলেছে স্কুল,কলেজের পঠন-পাঠন। গতকালই উত্তরকন্যার প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন 16 নভেম্বর থেকে শুরু হবে রাজ্যের সমস্ত স্কুল-কলেজের পঠন-পাঠন। এই বিষয়ে রাজ্যের মুখ্যসচিবকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও নির্দেশ দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই স্কুলগুলি নিজের মতো করে প্রস্তুতি নিতে শুরু করেছে ইতিমধ্যেই। কীভাবে তারা প্রস্তুতি নিচ্ছে এই ব্যাপারে অভিভাবক থেকে পড়ুয়া এমনকি স্কুল কর্তৃপক্ষ কি চিন্তাভাবনা করছে তার খোঁজ নিল ইটিভি ভারত।
বারাসত মহাত্মা গান্ধি মেমোরিয়াল হাইস্কুলে গিয়ে দেখা গেল জোরকদমে চলছে স্কুল খোলার প্রস্তুতির কাজ। স্কুল চত্বর থেকে শুরু করে অফিস রুম, শিক্ষক-শিক্ষিকাদের বসার জায়গা সহ ক্লাসরুম সর্বত্র চলছে স্যানিটাইজ করার কাজ। কোভিডবিধি পালন নিয়েও একগুচ্ছ পরিকল্পনা গ্রহণ করেছে স্কুল কর্তৃপক্ষ। তবে এত কিছুর পরও অভিভাবক থেকে পড়ুয়ার মধ্যে আশঙ্কা থেকেই যাচ্ছে। অনেকেই এই ঘোষণাকে স্বাগত জানালেও পড়ুয়াদের ভ্যাকসিনের উপরেও একইভাবে জোর দেওয়ার কথা বলছেন অনেকে। তাতে পড়ুয়াদের মধ্যে সংক্রমণ কিছুটা হলেও কমবে বলে মত অভিভাবকদের একাংশের। দুলাল বিশ্বাস নামে অভিভাবকের গলায় অবশ্য উঠে এসেছে আশঙ্কার সুর। তাঁর কথায়, "দুর্গাপুজো মিটতেই আবারও করোনার সংক্রমণ বাড়তে শুরু করেছে। এই পরিস্থিতিতে স্কুল না খোলা হলেই ভাল হত। কারণ স্কুলগুলিতে কোভিড বিধি কতটা পালিত হবে তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। সেই কারণে সংক্রমণ পরিস্থিতি আরও একটু দেখে নিয়ে স্কুল খোলার সিদ্ধান্ত নিলে সুবিধা হত পড়ুয়াদেরই।"