পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 3 লাখ টাকা অনুদান বিদ্যালয় পরিদর্শকদের - বিদ্যালয় পরিদর্শক

কোরোনা মোকাবিলায় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করা চলছে। এবার এগিয়ে এল পশ্চিমবঙ্গ বিদ্যালয় পরিদর্শক সমিতি ৷

School inspectors  3 lakh contribute to CM releif fund
মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে বিদ্যালয় পরিদর্শকদের তিন লক্ষ

By

Published : Apr 9, 2020, 10:04 AM IST

বারাসত, 9 এপ্রিল : কোরোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 3 লাখ টাকা অনুদান দিলেন বিদ্যালয় পরিদর্শকরা ৷ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করা হচ্ছে। ব্যক্তিগতভাবেও অনেকে কেরোনা মোকাবিলায় সরকারি তহবিলে দান করছেন।

গতকাল বারাসতের সহকারী বিদ্যালয় পরিদর্শক অরিন্দম রায়চৌধুরির উদ্যোগে পশ্চিমবঙ্গ বিদ্যালয় পরিদর্শক সমিতির পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 3 লাখ টাকা দেওয়া হয়। পরিদর্শক সমিতির কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 10 লাখ টাকা জমা দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। তার মধ্যে প্রথম পর্যায়ে 3 লাখ টাকা জমা দেওয়া হল। ব্যাঙ্কের মাধ্যমে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে এই টাকা জমা দেওয়া হয়েছে ।

পশ্চিমবঙ্গ বিদ্যালয় পরিদর্শক সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক তথা বারাসতের সহকারী বিদ্যালয় পরিদর্শক অরিন্দম রায়চৌধুরি বলেন, ‘‘কোরোনার বিপদ আজ সবার সামনে। দেশজুড়ে চলছে লকডাউন। আমরা বিদ্যালয় পরিদর্শকরা এই সমাজের বাইরে নই । এই কঠিন সময়ে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 10 লাখ টাকা দানের সিদ্ধান্ত নিয়েছি। 3 লাখ টাকা জমা দিয়েছি। পরে আরও 7 লাখ টাকা জমা দেব।’’

ABOUT THE AUTHOR

...view details