বাদুড়িয়া, 22 ডিসেম্বর : অশোকনগরের পর এবার বাদুড়িয়া । ওমিক্রন উদ্বেগের মধ্যেই ফের ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু (School girl dies of dengue in Baduria) । এবার মৃত্যু হল নাজমিন সিদ্দিকী নামে এক মাধ্যমিক পরীক্ষার্থীর । ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর 24 পরগণার বাদুড়িয়ার খাসপুর গ্রামে । মঙ্গলবার ডেঙ্গি আক্রান্ত ওই ছাত্রীকে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয় বলে খবর ৷ শুধু বাদুড়িয়া নয়, গোটা জেলা জুড়েই ডেঙ্গির প্রকোপ ক্রমাগত বাড়ছে বলে জানা গিয়েছে জেলা স্বাস্থ্য দফতর সূত্রে । যা নিয়ে উদ্বিগ্ন জেলা স্বাস্থ্য দফতরের কর্তারাও ।
জানা গিয়েছে, মৃত নাজমিনের পরিবারে বাবা,মা ছাড়াও আরও দুই ভাই রয়েছে । গত কয়েকদিন ধরেই সে জ্বরে ভুগছিল । জ্বর না কমায় স্থানীয় এক চিকিৎসকের কাছে তাকে নিয়ে যায় পরিবারের লোকেরা । চিকিৎসকের পরামর্শে রক্ত পরীক্ষা করা হয় নাজমিনের । সেই পরীক্ষাতেই ডেঙ্গি ধরা পড়ে তার ।এরপর রবিবার তাকে ভর্তি করা হয় রুদ্রপুর গ্রামীণ হাসপাতালে । শারীরিক অবস্থার কোনও উন্নতি না হওয়ায় ওই পড়ুয়াকে অন্যত্র নিয়ে যাওয়ার পরামর্শ দেন গ্রামীণ হাসপাতালের চিকিৎসকরা । সেই মতো মঙ্গলবার রাতে নাজমিনকে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল । কিন্তু, পথেই মারা যায় ওই ছাত্রী ।