পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Student death in Baduria : ডেঙ্গিতে আক্রান্ত হয়ে বাদুড়িয়ায় স্কুলছাত্রীর মৃত্যু - ডেঙ্গিতে আক্রান্ত হয়ে বাদুড়িয়ায় স্কুলছাত্রীর মৃত্যু

বসিরহাট স্বাস্থ্য জেলার সুন্দরবন ঘেঁষা মিনাখাঁ, সন্দেশখালি-1 ও হাড়োয়া ব্লক থেকেই ডেঙ্গিতে আক্রান্ত হওয়ার খবর সবথেকে বেশি মিলেছে বলে জানা গিয়েছে । প্রায় প্রতিদিনই জ্বরের উপসর্গ নিয়ে বহু মানুষ ভিড় করতে শুরু করেছেন ব্লক হাসপাতালগুলিতে । যা ঘিরে আতঙ্ক বাড়ছে স্থানীয়দের মধ্যে । তার মধ্যেই ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হল নাজমিন সিদ্দিকী নামে এক মাধ্যমিক পরীক্ষার্থীর (School girl dies of dengue in Baduria) ।

Student death in Baduria
বাদুড়িয়ায় স্কুলছাত্রীর মৃত্যু

By

Published : Dec 22, 2021, 10:58 PM IST

বাদুড়িয়া, 22 ডিসেম্বর : অশোকনগরের পর এবার বাদুড়িয়া । ওমিক্রন উদ্বেগের মধ্যেই ফের ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু (School girl dies of dengue in Baduria) । এবার মৃত্যু হল নাজমিন সিদ্দিকী নামে এক মাধ্যমিক পরীক্ষার্থীর । ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর 24 পরগণার বাদুড়িয়ার খাসপুর গ্রামে । মঙ্গলবার ডেঙ্গি আক্রান্ত ওই ছাত্রীকে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয় বলে খবর ৷ শুধু বাদুড়িয়া নয়, গোটা জেলা জুড়েই ডেঙ্গির প্রকোপ ক্রমাগত বাড়ছে বলে জানা গিয়েছে জেলা স্বাস্থ্য দফতর সূত্রে । যা নিয়ে উদ্বিগ্ন জেলা স্বাস্থ্য দফতরের কর্তারাও ।

জানা গিয়েছে, মৃত নাজমিনের পরিবারে বাবা,মা ছাড়াও আরও দুই ভাই রয়েছে । গত কয়েকদিন ধরেই সে জ্বরে ভুগছিল । জ্বর না কমায় স্থানীয় এক চিকিৎসকের কাছে তাকে নিয়ে যায় পরিবারের লোকেরা । চিকিৎসকের পরামর্শে রক্ত পরীক্ষা করা হয় নাজমিনের । সেই পরীক্ষাতেই ডেঙ্গি ধরা পড়ে তার ।এরপর রবিবার তাকে ভর্তি করা হয় রুদ্রপুর গ্রামীণ হাসপাতালে । শারীরিক অবস্থার কোনও উন্নতি না হওয়ায় ওই পড়ুয়াকে অন্যত্র নিয়ে যাওয়ার পরামর্শ দেন গ্রামীণ হাসপাতালের চিকিৎসকরা । সেই মতো মঙ্গলবার রাতে নাজমিনকে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল । কিন্তু, পথেই মারা যায় ওই ছাত্রী ।

বুধবার মৃতের বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানান বাদুড়িয়ার তৃণমূল বিধায়ক কাজী আব্দুর রহিম । পরিবারের পাশে থাকার আশ্বাসও দেন তিনি । শুধু মৃতের বাড়িতে যাওয়াই নয়, এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করার উপরও জোর দিয়েছেন তিনি । তাঁর উদ্যোগে এদিন বিভিন্ন জায়গায় মশা মারার তেল এবং ব্লিচিং পাউডার ছড়ান পঞ্চায়েতের কর্মীরা। তবে স্থানীয়দের অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন যে এই উদ্যোগ যদি আগে দেখা যেত, তাহলে হয়তো এমন অঘটন ঘটত না ৷

আরও পড়ুন : করোনা পরিস্থিতির মধ্যেই ডেঙ্গি-ম্যালেরিয়ার প্রকোপ বাড়ছে বসিরহাটে

জেলাশাসক সুমিত গুপ্তার বলেন, ‘‘গত বছরের তুলনায় এবছর ডেঙ্গির প্রকোপ কিছুটা বেড়েছে । তবে, শহরাঞ্চলের তুলনায় গ্রামাঞ্চলে ডেঙ্গির সংখ্যা তুলনামূলক কম । ডেঙ্গি নিয়ন্ত্রণে আনার সবরকমের চেষ্টা চলছে । পৌরসভা এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়মিত বৈঠকও করা হচ্ছে । ডেঙ্গি নিয়ন্ত্রণে আনতে বদ্ধপরিকর আমরা ৷’’

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details