অশোকনগর, 4 জুন : করোনা পরিস্থিতির জেরে দীর্ঘদিন বন্ধ রয়েছে স্কুল ৷ এই অবস্থায় তালা ভেঙে স্কুলে চুরির ঘটনা ঘটল ৷ বৃহস্পতিবার সকালে বিষয়টি নজরে আসে স্থানীয় যুবকদের । এরপর তাঁরাই প্রধান শিক্ষককে খবর দেন । প্রধান শিক্ষককে এসে দেখেন স্কুলের বেশ কয়েকটি তালা ভাঙা ৷ চুরি গিয়েছে প্রায় দেড় লক্ষ টাকার জিনিস । এরপর খবর দেওয়া হয় অশোকনগর থানায় । ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার অশোকনগর কাজলা রবীন্দ্র শিক্ষা নিকেতন স্কুলে ।
স্কুল সূত্রে জানা গিয়েছে, করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকায় স্কুলে কোনও নিরাপত্তারক্ষী ছিল না । আর সেই সুযোগেই এমন চুরির ঘটনা ঘটল । স্কুলের বেশ কয়েকটি তালা ভেঙে চারটে কম্পিউটার-সহ মিড ডে মিলের জিনিসপত্র, একটি গ্যাস সিলিন্ডার ও দুটি সবুজসাথীর সাইকেল নিয়ে চম্পট দেয় চোর । যার বাজার মূল্য প্রায় দেড় লাখ টাকা ।