বারাসত, 4 ফেব্রুয়ারি : দীর্ঘ বঞ্চনার অভিযোগ। অবশেষে ভাঙল ধৈর্যের বাঁধ। তৃণমূল থেকে মুখ ফেরাল আদিবাসী এবং তফসিলি জাতি ও উপজাতি সমাজ। ঝুঁকল বিজেপির দিকে।রীতিমতো প্রকাশ্যে শাসকদলকে ভোট না দেওয়ার ঘোষণা করলেন ভারতীয় আদিবাসী এবং তফসিলি জাতি ও উপজাতি উন্নয়ন সংস্থার জেলা সভাপতি সুকুমার সরদার। জানালেন গেরুয়া শিবিরকে ভোট দেওয়ার কথাও । যার পরেই জেলা রাজনীতিতে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে । এই ঘোষণায় বিজেপি শিবির উল্লসিত হলেও ভোটের মুখে শাসকদলের কপালে যে চিন্তার ভাঁজ পড়েছে তা নিঃসন্দেহে বলাই যায়।
আদিবাসী এবং তফসিলি জাতি ও উপজাতির অনুন্নয়নের অভিযোগ তুলে দীর্ঘদিন ধরেই আন্দোলন করছে ওই সংগঠন। বেশ কয়েকবার আদিবাসীদের সঙ্গে নিয়ে জেলাশাসকের দপ্তরেও বিক্ষোভ দেখিয়েছিল তাঁরা । এমনকি, একাধিক দাবিতে স্মারকলিপি জমা দিয়ে জেলা তফসিলি আদিবাসী এবং অনগ্রসর শ্রেণি উন্নয়ন দপ্তরের দৃষ্টিও আকর্ষণ করা হয়েছিল।প্রতিবারই মিলেছিল প্রতিশ্রুতি। কিন্তু তারপরও আদিবাসী ও তফসিলি জাতির উন্নয়ন হয়নি বলেই অভিযোগ। এরপরই ধৈর্যের বাঁধ ভাঙে তাঁদের। আদিবাসী এবং তফসিলি জাতি ও উপজাতিকে বঞ্চনার অভিযোগে বৃহস্পতিবার ফের পথে নামে সংগঠনের সদস্য।