বারাসত, 26 এপ্রিল : "অনুব্রত মণ্ডল পাগল হয়ে গেছে । বীরভূমের সব জায়গায় হারবে তো । নকুলদানা থেকে মিহিদানা হয়ে যাবে ।" গতকাল মনোনয়ন জমা দিতে এসে একথা বললেন বসিরহাটের BJP প্রার্থী সায়ন্তন বসু । তাঁর কেশহীনতা নিয়ে প্রশ্ন তুলে অনুব্রত কিছুদিন আগে বলেছিলেন, "ওর মাথায় চুল নেই । সেই জন্য চাঁদি তাড়াতাড়ি গরম হয়ে যাচ্ছে ।" তার পরিপ্রেক্ষিতে সায়ন্তন এই মন্তব্য করেন । সেইসঙ্গে বলেন, "প্যারামিলিটারি থাকবে ভোটে । অনুব্রত হারবে । ওর দল হারবে । 23 তারিখের পর ওর নাম আর শোনা যাবে না ।"
বসিরহাটের BJP প্রার্থী সায়ন্তন বসু । প্রতিপক্ষ তৃণমূলের তারকা প্রার্থী নুসরত জাহান । গতকাল মনোনয়ন জমা দিতে গিয়ে তাঁকে কটাক্ষ করে সায়ন্তন বলেন, "উনি(নুসরাত জাহান)-তো জনগণকেই আমল দেন না । অন্তত জনগণকে তো আমল দিন । বিরোধীদের দিতে হবে না ।" প্রচারে ধর্মীয় স্থানে যাওয়া নিয়ে তিনি বলেন, "যে যেখানে যেতে চান যেতে পারেন । এগুলো ব্যক্তিগত ব্যাপার । তবে, আমরা সব সম্প্রদায়ের মানুষকে নিয়ে চলতে চাই । সব মানুষের উন্নতি ঘটাতে চাই । একই সঙ্গে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মানুষের সমর্থন BJP-র দিকে রয়েছে । সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট পেয়ে অনেক জায়গাতেই BJP প্রার্থী জয়ী হয়েছে । এর মধ্যে পশ্চিমবঙ্গও রয়েছে । তাই, এমন ভাবার কারণ নেই যে BJP-র সাথে সংখ্যালঘুদের সমর্থন নেই ।" তারপরই উদাহরণ হিসেবে মনোনয়নের মিছিলকে দেখিয়ে বলেন, "হিন্দু-মুসলমান সবাই মিলে আজ মিছিলে যোগ দিয়েছিল । ভিড়ের চাপে তো আমার দেরিই হয়ে গেল । BJP-র সাথে মানুষ আছে । তাই মুখ্যমন্ত্রীর বক্তব্য ভুলভাল হয়ে যাচ্ছে ।"