বিরাটি, ৩১ মার্চ : "BJP-র পয়সা আছে। পয়সার উপর বসে আছে। BJP বড়লোকদের সরকার। সুটবুটের সরকার। আম্বানি, আদানির সরকার। টাকা আম্বানি, আদানি দিচ্ছে। তবে জনসভা করে কোনও লাভ হবে না।" ৩ এপ্রিল ব্রিগেডে নরেন্দ্র মোদির সভা প্রসঙ্গে একথা বলেন তৃণমূল নেতা সৌগত রায়।
মোদির সভাকে কটাক্ষ করে সৌগতবাবু বলেন, "প্রধানমন্ত্রী তো ২০১৪ সালেও সভা করেছিলেন। তখন তো মোদি হাওয়া ছিল। মাত্র ২টি আসন পেয়েছিল। দক্ষিণবঙ্গে একটাও না। এবারও তাই হবে। BJP কিছু পাবে না।"
নরেন্দ্র মোদির ব্রিগেডের সভাস্থল শীতাতপ নিয়ন্ত্রিত করা হচ্ছে। রোদ থেকে কর্মীদের বাঁচাতে টিন দিয়ে ঘেরা হয়েছে মাঠের একাংশ। এবিষয়ে সৌগত রায় বলেন, BJP বড়লোকদের সরকার। টাকা আদানি আম্বানি দিচ্ছে। টিন কেন ওরা ব্রিগেডে পাকা বাড়ি করে দিতে পারে।
এবারই হয়তো শেষবারের মতো নির্বাচনে লড়ছেন। এই ইঙ্গিতও দেন সৌগতবাবু। বলেন, "এবার মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে টিকিট দিয়েছে। আমার উপর ভরসা রেখেছেন। আমার বয়স হয়েছে। আগামীদিনে হয়তো নির্বাচনে নাও লড়তে পারি। তবে এই নির্বাচন আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ।"
দিন কয়েক আগে বিরাটির মহাজাতি নগর ময়দানে সভার আয়োজন করেছিল BJP। সভায় প্রধান বক্তা ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। গতকাল ওই একই মাঠে পালটা সভার আয়োজন করে তৃণমূল মহিলা কংগ্রেস। সভায় BJP-র সভার থেকে বেশি লোক হয়েছিল বলে দাবি করেন সৌগত রায়। বলেন, "BJP-র সভার থেকে গতকাল মহিলাদের সভায় অনেক বেশি লোক হয়েছে। বিপ্লব দেব কোনও নেতাই না।"