পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সরকার পড়ে যেত, তথ্য লোপাটের জন্য বড়মাকে লোপাট করা হল : শান্তনু - boroma

বড়মা মারা গেছেন গতকাল। তারপরই পারিবারিক বিবাদে জেরবার ঠাকুরবাড়ি।

শান্তনু ঠাকুর

By

Published : Mar 6, 2019, 3:42 AM IST

ঠাকুরনগর, ৬ মার্চ : বড়মাকে সুপরিকল্পিতভাবে খুন করা হয়েছে। অভিযোগ তুললেন নাতি শান্তনু ঠাকুর। তিনি CBI তদন্তের দাবি জানিয়েছেন। তবে, অভিযোগ নস্যাৎ করে দিয়েছেন মতুয়া মহাসংঘের কার্যকরী সভাপতি ধ্যানেশনারায়ণ গুহ।

আজ ঠাকুরনগরে দাঁড়িয়ে শান্তনু বলেন, "রাজনৈতিক ষড়যন্ত্র করে বড়মাকে মারা হয়েছে। কপিলকৃষ্ণ ঠাকুরের ক্ষেত্রেও করা হয়েছিল। সুপরিকল্পিতভাবে খুন করা হয়েছে। আমরা CBI তদন্ত চাই। ময়নাতদন্ত হোক। প্রধানমন্ত্রীর কাছেও চিঠি পাঠাব। তদন্ত চাই।" কিন্তু, কেন এই অভিযোগ তুলছেন শান্তনু ? তিনি বলেন, "বড়মার চিঠি সমগ্র মতুয়া সমাজে অমৃত সমতুল্য। কিছুদিন আগে তিনি একটি চিঠি মুখ্যমন্ত্রীর দরবারে পাঠিয়েছিলেন। ২০১৯ উদ্বাস্তু (নাগরিকত্ব) বিল সমর্থন না করলে মতুয়ারা এই সরকারকে সমর্থন করবে না। এরপরই মমতাবালা ঠাকুর আমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। কিন্তু, আমি জানি ওটা অরিজিনাল সই ছিল। তা প্রমাণ হয়ে গেলে বড়মার এক কথায় সরকার পড়ে যেত। তাই, তথ্য লোপাটের জন্য বড়মাকেও লোপাট করা হল। সুপরিকল্পনামাফিক এটা করা হয়েছে।"

যদিও অভিযোগ মানতে চাননি ধ্যানেশনারায়ণ গুহ। তিনি বলেন, "আজ আমরা মাতৃহারা হয়েছি। এটা ওদের পারিবারিক বিবাদ। ভিত্তিহীন অভিযোগ করছে। যেখানে খুশি চিঠি পাঠাক। একটা কথা আছে, আমি বেঁচে থাকলে দেখলাম না, মারা যাওয়ার পর টানাটানি করলাম। তা তো হয় না। শান্তনুরা বলুক ওরা বড়মার জন্য কী করেছে ?"

ABOUT THE AUTHOR

...view details