পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

একরাতেই সন্দেশখালিতে শ্মশানের নিস্তব্ধতা !

গতকাল বিকেল থেকেই থমথমে সন্দেশখালির ন্যাজাট । আজ সকাল থেকেই গোটা গ্রাম কার্যত পুরুষশূন্য । নতুন করে হিংসার খবর হয়তো নেই । কিন্তু, গতকালের আতঙ্কের কালো ছায়া গোটা গ্রামে ।

ফাইল ফোটো

By

Published : Jun 9, 2019, 4:05 PM IST

Updated : Jun 9, 2019, 4:34 PM IST

সন্দেশখালি, 9 জুন : যেন গোটা দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে গ্রামটা । গ্রামের মোড়ে মোড়ে পুলিশ পিকেট । তাঁদের কঠোর দৃষ্টি এড়িয়ে যেন মাছি গলার জো নেই । রাজনৈতিক হিংসার পর প্রায় 15 ঘণ্টা কেটে গেছে । এখনও থমথমে সন্দেশখালির ন্যাজাট ।

কাল বিকেল থেকেই থমথমে গোটা পরিবেশ । আজ সকাল থেকেই কার্যত পুরুষশূন্য গোটা গ্রাম । নতুন করে হিংসার খবর হয়তো নেই । কিন্তু, গতকালের আতঙ্কের কালো ছায়া গোটা গ্রামে ।

শুনশান এলাকা

এই সংক্রান্ত খবর :BJP-তৃণমূল সংঘর্ষে রণক্ষেত্র সন্দেশখালির ন্যাজাট, মৃত 4

সন্দেশখালি নিয়ে রাজনৈতিক চাপানউতোর চরমে । সংঘর্ষে জখমদের দেখতে হাসপাতালে গেছে BJP-র প্রতিনিধি দল । রয়েছেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, রাহুল সিনহা, লকেট চট্টোপাধ্যায়, অর্জুন সিং-র মতো নেতারা । বসিরহাট হাসপাতালে দিলীপের নেতৃত্বে প্রতিনিধি দলটি জখমদের পরিবারের সঙ্গে কথা বলে । BJP-র পাশাপাশি পরিস্থিতি খতিয়ে দেখতে গেছে তৃণমূলের প্রতিনিধি দল । দলে রয়েছেন, তাপস রায়, মদন মিত্র সহ দলের প্রথমশ্রেণির নেতারা । এদিকে, আগামী কালই রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠির সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির । সূত্রের খবর, সন্দেশখালি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে রিপোর্ট দিতে পারেন তিনি ।

টহল দিচ্ছে পুলিশ

এই সংক্রান্ত খবর :সন্দেশখালির ঘটনায় রাজ্যের কাছে রিপোর্ট তলব স্বরাষ্ট্র মন্ত্রকের

এদিকে, গতকাল বিকেল থেকেই এলাকার ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে । বন্ধ রয়েছে এলাকার দোকান-পাট, বাজার ।

খালি ভেড়ি
Last Updated : Jun 9, 2019, 4:34 PM IST

ABOUT THE AUTHOR

...view details