পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

এবার ইডির নজরে শেখ শাহজাহানের আলিশান হোটেল, হামলার ব্লু-প্রিন্ট কি সেখানে বসেই ? - শেখ শাহজাহান

Sheikh Shahjahan: এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের নজরে শেখ শাহজাহানের আলিশান হোটেল ৷ সেই হোটেলে বসেই ইডি আধিকারিকদের উপর হামলার ব্লু-প্রিন্ট তৈরি হয়েছিল বলে সন্দেহ করা হচ্ছে ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Jan 10, 2024, 7:20 PM IST

সন্দেশখালি, 10 জানুয়ারি: সন্দেশখালি কাণ্ডে 'ফেরার' তৃণমূল নেতা শেখ শাহজাহানের আলিশান হোটেলই এখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির নজরে ৷ সূত্রের খবর, ঘটনার দিন এই হোটেলেই দীর্ঘক্ষণ ছিলেন সন্দেশখালির 'বাদশা' তৃণমূলের দাপুটে নেতা শেখ শাহজাহান । হামলা, ইডি আধিকারিকের রক্তাক্ত হওয়া, গাড়ি ভাঙচুর, সব খবরই নাকি তাঁর কাছে সময়মতো পৌঁছে গিয়েছিল পেটোয়া লোকজনের মারফত ! এতেই প্রশ্ন উঠতে শুরু করেছে, ইডি আধিকারিকদের উপর হামলার ব্লু-প্রিন্ট কি তাহলে রচিত হয়েছিল 'নিখোঁজ' শেখ শাহজাহানের হোটেলে বসেই ? নাকি সেখান থেকেই হামলার যাবতীয় নির্দেশ পৌঁছে দেওয়া হয়েছিল তাঁর অনুগামীদের কাছে ? এই সমস্ত প্রশ্নের উত্তরই এখন খোঁজার চেষ্টা করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ।

হামলার ঘটনার কোনও না কোনও সূত্র লুকিয়ে রয়েছে শেখ শাহজাহানের হোটেলেই । এমনটাই মনে করছেন ইডির আধিকারিকরা । সেই কারণে তাঁদের নজরে তৃণমূল নেতার এই হোটেলও রয়েছে বলে খবর সূত্রের ৷ গত শুক্রবার সন্দেশখালির সরবেড়িয়ায় তৃণমূলের বাহুবলী নেতা শেখ শাহজাহানের খোঁজে তাঁর আকুঞ্জিপাড়ার বাড়িতে গিয়ে হামলার মুখে পড়তে হয় ইডি আধিকারিকদের । শুরু হয় ইটবৃষ্টি ৷ ইটের আঘাতে মাথা ফাটে এক ইডি আধিকারিকের । তারপর থেকেই রাজ‍্য রাজনীতির শিরোনামে চলে এসেছে সুন্দরবন ঘেঁষা অজপাড়ার এই গ্রাম । শুধু কি তাই ! এ নিয়ে চড়ছে রাজনীতির পারদও ।

তৃণমূলের প্রভাবশালী নেতা শেখ শাহজাহান

কিন্তু, এতকিছুর পরও সবার মুখে এখন একটাই প্রশ্ন ঘোরাফেরা করছে ৷ হামলার ঘটনার মাস্টারমাইন্ড দাপুটে নেতা শেখ শাহজাহান কোথায় ? ঘটনার পর পাঁচদিন কেটে গেলেও এখনও এর কোনও উত্তর মেলেনি । কারণ, তিনি এখনও ধরাছোঁয়ার বাইরে । শাসকদলের এই 'বাহুবলী' নেতার কোনও হদিশ এখনও পর্যন্ত না মেলায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে ৷ যেখানে ইডি ইমেল মারফত জেলার পুলিশ সুপারের কাছে অভিযোগ দায়ের করেছে, স্বয়ং রাজ‍্য পুলিশের ডিজি রাজীব কুমার আইনভঙ্গকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার বার্তা দিয়েছেন, সেখানে কীভাবে শাহজাহান দিনের পর দিন আত্মগোপন করে থাকেন সেটাও ভাবাচ্ছে আইনজ্ঞদের একাংশকে ৷ তাহলে কি কারও মদতেই তৃণমূলের দাপুটে নেতা সেফ কাস্টডিতে রয়েছেন ? নাকি শুধুমাত্র শাসক নেতা হওয়াতেই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে এত গড়িমসি পুলিশের ? এমনও সব প্রশ্ন উঁকি মারতে শুরু করেছে বিভিন্ন মহলে ।

এখনও নিখোঁজ শাহজাহান

যাবতীয় প্রশ্নের রহস্য উন্মোচন হতে পারে একমাত্র শেখ শাহজাহান পুলিশের হাতে ধরা পড়লেই ৷ এ দিকে, সন্দেশখালির ধামাখালি লঞ্চ ঘাট থেকে একটু এগোলেই দেখা মিলবে শেখ শাহজাহানের এই আলিশান হোটেল । ধামাখালি বাজারে একেবারে রাস্তার ধারেই গড়ে উঠেছে তিনতলা এই হোটেল । যার নাম 'রয়‍্যাল স্টার সুন্দরবন'। তবে বেশিদিন হয়নি হোটেলটি করেছেন সুন্দরবনের এই 'বাঘ'। আলিশান এই হোটেলেই সমস্ত ব্যবস্থা রয়েছে বলে খবর স্থানীয় সূত্রে খবর । সুসজ্জিত কিচেন, লন্ড্রি, সেমিনারের জন‍্য বড় হলঘর, এমনকি জিমের ব্যবস্থাও রয়েছে বলে জানা গিয়েছে ।

এলাকার দাপুটে নেতার খোঁজে তল্লাশি

তবে, সুন্দরবনে ঘুরতে আসা পর্যটকরা চাইলেই এই আলিশান হোটেল সহজে বুক করতে পারতেন না । কারণ,বাইরের লোকের আনাগোনা নিষিদ্ধ ছিল সেখানে । হোটেলে একটি দলীয় কার্যালয়ও খুলেছিলেন তৃণমূলের এই 'বাহুবলী' নেতা । যেখানে মাঝেমধ্যেই তিনি বৈঠক করতেন তাঁর অনুগামীদের সঙ্গে । কিন্তু এখন সেই হোটেলেই পলায়নের ছাপ স্পষ্ট । গেটের বাইরে ঝুলছে বড় বড় তালা ৷ কারওই সেখানে দেখা নেই । স্থানীয়রা এ ব্যাপারে একেবারে স্পিকটি নট ৷

অন‍্যদিকে,ঘটনার পর শেখ শাহজাহানের হোটেল তালাবন্ধ অবস্থায় থাকা, সেখানকার কর্মীদের আচমকা গা ঢাকা দেওয়া, এ সব নিয়ে সন্দেহ আরও ঘনীভূত হয়েছে ইডি আধিকারিকদের মনে ।

আরও পড়ুন:

  1. 'সন্দেশখালির থেকেও বড় বিলকিস বানোর ঘটনা', কেন্দ্র ও রাজ্যপালকে তোপ ফিরহাদের
  2. সন্দেশখালির ঘটনায় পুলিশি এফআইআরের বিরুদ্ধে হাইকোর্টে ইডি
  3. আইনশৃঙ্খলা নিয়ে বিরোধীদের কটাক্ষ করলেও সন্দেশখালি প্রশ্নে স্পিকটি নট মমতা

ABOUT THE AUTHOR

...view details