টাকি, 3 জুন : প্রকাশিত হয়েছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল ৷ মেধা তালিকায় পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছে টাকির রামকৃষ্ণ মিশন হাইস্কুলের মেধাবী ছাত্র সম্রাট মণ্ডল ৷ আগামী লক্ষ্য ‘নিট’ তথা ন্যাশনাল ইলিজিবিটি অ্যান্ড এন্ট্রান্স টেস্ট ক্র্যাক করতে চায় মাধ্যমিকের এই কৃতী ছাত্র (Madhyamik Result 2022) ৷
উত্তর 24 পরগনার বসিরহাটের হিজলা গ্রামে বাড়ি সম্রাটের । স্কুলে পড়ার সময় থেকেই মেধাবী ছাত্র হিসাবে পরিচিত এই পড়ুয়া ৷ ক্লাসে সবসময় প্রথম স্থানে ছিল সে ৷ তাই মাধ্যমিক পরীক্ষাতেও যে ভাল ফল হবে তা নিয়ে যথেষ্ট আশাবাদী ছিলেন টাকির রামকৃষ্ণ মিশন হাইস্কুলের এই পড়ুয়া । এদিন মাধ্যমিক পরীক্ষায় ফল প্রকাশের পর দেখা যায় মেধা তালিকার পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছে সে । তার প্রাপ্ত নম্বর 689 ৷ যা 85 শতাংশেরও বেশি ৷ স্কুলের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে এই কৃতি পড়ুয়া ৷ সম্রাটের সাফল্যে আনন্দিত স্কুলের শিক্ষক থেকে পড়ুয়া সকলেই ৷