বারাসত, 28 অগস্ট: বুকের সামনে ও পিছনে জ্বলজ্বল করছে প্রতিবাদের ব্যানার । পিঠের পিছনে গোঁজা রয়েছে টিএমসিপির পতাকাও । সেই অবস্থাতেই পায়ে হেঁটে পেট্রল, ডিজেল, রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির অভিনব প্রতিবাদ জানাচ্ছেন শাসকদলের ছাত্র সংগঠনের কর্মী সাহিল শেখ (Sahil Protest Against Increase in Price of Petrol)। তাও দু-এক কিলোমিটার নয়, 360 কিলোমিটার । মালদা থেকে এই পথ অতিক্রম করে তিনি কলকাতায় পৌঁছনোর চ্যালেঞ্জ তুলে নিয়েছেন নিজের কাঁধে । ইতিমধ্যে মালদা থেকে পাড়ি দিয়ে সাহিল পৌঁছে গিয়েছেন উত্তর 24 পরগনা জেলার সদর শহর বারাসতে । তাঁর অভিনব প্রতিবাদকে কুর্নিশ জানাতে শনিবার ওই টিএমসিপি কর্মীকে সংবর্ধনা দেওয়া হয় সংগঠনের তরফে ।
বুকে ও পিঠে ব্যানার ঝুলিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর পাশাপাশি 29 অগস্ট কলকাতার ছাত্র সমাবেশে যোগ দিতে চান টিএমসিপি-কর্মী সাহিল । সেদিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার ইচ্ছাও রয়েছে তাঁর । দিদির সঙ্গে দেখা করে সাহিল বার্তা দিতে চান গোটা ছাত্র সমাজের ভরসা রয়েছে তাঁর ওপরে । আগামী একশো বছরেও মমতা বন্দোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর চেয়ার থেকে বিরোধীরা সরাতে পারবেন না বলেও মনে করেন টিএমসিপির এই কর্মী । পথে বেরিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তেমনটাই ধারণা হয়েছে সংগঠনের একনিষ্ঠ কর্মী সাহিলের ।