হাড়োয়া, 14 জুলাই: এ বার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে 'মা অন্নপূর্ণা'-র (Goddess Annapurna) সঙ্গে তুলনা করে বিতর্ক বাড়ালেন তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষ (Saayoni Ghosh) । বুধবার বিকেলে উত্তর 24 পরগনার হাড়োয়ার দলীয় সভা মঞ্চ থেকে তিনি বলেন,"মা অন্নপূর্ণার মতো মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সন্তানদের খাদ্যের চিন্তা করেন । যেন সকলে দুধে ভাতে থাকে । বাংলার মানুষ বিপদে পড়লে নরেন্দ্র মোদি বাঁচাতে আসেন না । মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তাঁদের সুখে দুঃখে সবসময় পাশে থাকেন ।"
এখানেই থেমে না থেকে মোদি সরকারের বিরুদ্ধে কার্যত চাঁছাছোলা ভাষায় আক্রমণ করেছেন সায়নী । তাঁর মতে,"বাংলার মানুষের সঙ্গে বঞ্চনা করছেন মোদি সরকার । কারণ, বাংলার মানুষ বিজেপিকে ভোট দেয়নি । তাই এই রাজ্যের মানুষকে জব্দ করতে 100 দিনের প্রকল্প, আবাস যোজনা-সহ একাধিক প্রকল্পের টাকা আটকে রেখেছে মোদি সরকার ।"
আরও পড়ুন:নির্মল বলেছিলেন মা সারদা আর বিশ্বজিৎ মমতার মধ্যে খুঁজে পেলেন রানি রাসমণিকে
সায়নী ঘোষের কথায়,"একদিকে ন্যায্য টাকা দেওয়া থেকে বঞ্চিত করা হচ্ছে বাংলাকে । অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 8 হাজার কোটি টাকা দিয়ে প্লেন কিনছেন । 20 হাজার কোটি খরচ করে আবার অশোক স্তম্ভ বানাচ্ছেন । এই থেকেই পরিষ্কার পরিকল্পিত ভাবে বাংলাকে টার্গেট করা হচ্ছে । তবে, এ সব করে কিছু লাভ হবে না । বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছেন ।"
তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষ যখন মুখ্যমন্ত্রীকে দেবী অন্নপূর্ণার সঙ্গে তুলনা করছেন, তখন সেই দলীয় মঞ্চে উপস্থিত ছিলেন বিধায়ক হাজি নুরুল ইসলাম-সহ বসিরহাট মহকুমার শাসকদলের একাধিক বিধায়ক । ছিলেন সুদীপ রাহার মতো তৃণমূলের তরুণ প্রজন্মের নেতাও ।
আরও পড়ুন:লড়াকু মনোভাবই যুবনেত্রীর পথ মসৃণ করে দিল
প্রসঙ্গত, এর আগে মুখ্যমন্ত্রীকে মা সারদার সঙ্গে তুলনা করেছিলেন তৃণমূলের চিকিৎসক বিধায়ক নির্মল মাজি । যা নিয়ে বিতর্ক কম হয়নি । সেই বিতর্ক থামতে না থামতে মুখ্যমন্ত্রীর মধ্যে রানি রাসমণির ছায়া দেখতে পেয়েছিলেন বাগদার বিধায়ক ও তৃণমূল নেতা বিশ্বজিৎ দাস । প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে সেই কথা বলেছিলেন তিনি । এ বার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেবী অন্নপূর্ণার তুলনা টেনে নতুন বিতর্কের জন্ম দিলেন তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষ।