বারাসত, 17 জানুয়ারি: সন্দেশখালি কাণ্ডে মূল অভিযুক্ত তৃণমূলের বাহুবলী নেতা শেখ শাহজাহান এখনও অধরা । এ নিয়ে শুনানিতে বিস্ময় প্রকাশও করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত । এই আবহে এ বার 'কবিতা'-র ঢঙে 'ফেরার' শেখ শাহজাহানকে বিঁধলেন বিজেপির তারকা নেতা রুদ্রনীল ঘোষ ।
তিনি বলেন,"মানুষ এখন একটাই কথা বলতে চাইছে,'শাহজাহান শাহজাহান তোমার বাড়ি যাব ! শাহজাহান তোমার বাড়ি চুরির কী কী পাব !'
22 জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে বুধবার উত্তর 24 পরগনার জেলাসদর বারাসতে যান বিজেপির তারকা নেতা রুদ্রনীল ঘোষ । উপলক্ষ্য ছিল, জেলার প্রশাসনিক প্রধানদের হাতে রামলালার প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানের আমন্ত্রণপত্র তুলে দেওয়া । সেই মতো এ দিন দুপুরে জেলা নেতৃত্বকে সঙ্গে নিয়ে তিনি প্রথমে যান জেলাশাসকের দফতরে । তবে সেখানে গিয়ে জেলাশাসকের হাতে আমন্ত্রণপত্র তুলে দিলেও তার আগে বেশ কিছুক্ষণ রিসেপশনে অপেক্ষা করতে হয় বিজেপি নেতা রুদ্রনীল ঘোষকে । যা নিয়ে পরে সংবাদমাধ্যমের সামনে ক্ষোভ প্রকাশ করেন বিজেপির এই তারকা নেতা ।
এই বিষয়ে রুদ্রনীল ঘোষ বলেন,"প্রশাসনিক দফতরগুলো নিয়ে মানুষ রীতিমতো শঙ্কিত ! এখানে এসে আমারও সেই অভিজ্ঞতা হল । আমি যখন রাম মন্দির উদ্বোধনের আমন্ত্রণ নিয়ে জেলাশাসকের দফতরে গেলাম, তখন সকলের চোখেমুখে আতঙ্কের ছাপ । যেন আতঙ্কে কাঁপছে । আতঙ্ক কাজ করছে তাঁদের মধ্যে ৷ যাঁরা দুর্বৃত্তদের প্রশয় দেয় । চুরিতে কিংবা এখান থেকে বেআইনি ফাইলপত্র পাস করে দেয় । আতঙ্কিত নন তাঁরাই । যাঁরা মানুষের হয়ে কাজ করে । এই বাংলাকে কলঙ্কিত হতে দেখতে চান না । এর বিরুদ্ধেই বাংলার মানুষ গর্জে উঠছে । আদালতও কড়া হাতে দমন করছে । ছেড়ে দিচ্ছে না । সে প্রশাসনের লোক হোক কিংবা রাজনীতিবিদ ৷"