বারাসত, 26 জানুয়ারি : NRC, CAA, NPR বিরোধী প্রচারে বাধা ও হুমকি দেওয়ার অভিযোগ উঠল RPF কর্মীর বিরুদ্ধে । ঘটনাটি বারাসত স্টেশন সংলগ্ন এলাকার । ঘটনার প্রতিবাদে আজ স্টেশন চত্বরে ধিক্কার সভার আয়োজন করে CPI(M)। অভিযোগ জানানো হয় RPF-এর কাছেও । তবে,নির্দিষ্টভাবে কারও নামে অভিযোগ না হওয়ায় ঘটনার তদন্ত শুরু করতে পারেনি RPF । এই ঘটনায় পালটা CPI(M)-র ছাত্র সংগঠনকেই কটাক্ষ করেছে গেরুয়া শিবির । তাদের দাবি, প্রচারের আলোয় আসতেই RPF কর্মীর নামে মিথ্যা অভিযোগ করা হচ্ছে । এমনকী, SFI কর্মীদের চালচলন নিয়েও প্রশ্ন তুলেছে তারা ।
স্থানীয় সূত্রে খবর, শনিবার রাতে বারাসত স্টেশন চত্বরে NRC, CAA, NPR বিরোধী প্রচার করছিল CPI(M)-এর ছাত্র ও যুব সংগঠনের কর্মীরা । রং, তুলি দিয়ে রিজেক্টেড NRC, CAA ও NPR লিখে প্রচার করছিল ৷ অভিযোগ, প্রচারে বাধা দেয় এক RPF কর্মী ৷ এমনকী মত্ত অবস্থায় তাদের হুমকি দেয় ওই RPF কর্মী ৷ এরপরই, বিষয়টি নিয়ে আজ সকালে RPF-এর কাছে অভিযোগ জানায় স্থানীয় CPI(M) নেতৃত্ব ৷ তবে, নির্দিষ্টভাবে কারও নামে অভিযোগ না জানানোয় তদন্ত শুরু করে উঠতে পারেনি RPF।
এদিকে, ঘটনার প্রতিবাদে স্টেশন চত্বরে ধিক্কার সভার আয়োজন করে CPI(M)-এর উত্তর পশ্চিম এরিয়া কমিটি । সেই সভা থেকে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয় । এবিষয়ে DYFI-এর জেলা কমিটির সদস্য গৌতম ঘোষ বলেন," শনিবার রাতে ছাত্র ও যুবরা মিলে NRC, CAA ও NPR বিরোধী প্রচার করছিল । রাত প্রায় আড়াইটে নাগাদ RPF-এর একজন এসে বলে, এভাবে প্রচার করা যাবে না । কেন জিজ্ঞাসা করতেই মত্ত অবস্থায় হুমকি দিতে শুরু করে ওই RPF কর্মী । তাঁর পরিচয় জানা সম্ভব হয়নি । ফলে, নির্দিষ্টভাবে তাঁর নামে অভিযোগ জানাতে পারেনি ৷ "