পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মুখ্যমন্ত্রী জেলায় আসার আগে রাতারাতি রাস্তা সংস্কার, কটাক্ষ BJP-র - road repairing work

৯ জানুয়ারি উত্তর 24 পরগনা জেলা সফরে আসছেন মমতা । প্রশাসন সূত্রে খবর, জোড়া কর্মসূচি রয়েছে তাঁর ৷ প্রথমে NRC ও CAA-র প্রতিবাদে মধ্যমগ্রাম থেকে বারাসত পর্যন্ত পদযাত্রা করবেন তিনি ৷ পরে কাছারি মাঠে যাত্রা উৎসবে যোগ দেবেন ৷ মুখ্যমন্ত্রীর সফরের আগে রাস্তা সংস্কার, নিকাশি ব্যবস্থা সংস্কারের কাজ চলছে জোরকদমে ৷ কাছারি মাঠে যাত্রা উৎসবের মঞ্চ বাঁধার কাজও চলছে ।

CM visit North 24 parganas
চলছে কাজ

By

Published : Jan 8, 2020, 5:22 AM IST

বারাসত, 8 জানুয়ারি : মুখ্যমন্ত্রী আসার আগে এখন জোর তৎপরতা উত্তর 24 পরগনা জেলা প্রশাসনে । রাস্তা সংস্কার, জল নিকাশি ব্যবস্থা ঢেলে সাজানো, এলাকা পরিষ্কার রাখার কাজ চলছে জোর কদমে । 35 নম্বর জাতীয় সড়কের চাঁপাডালি মোড়, টেলিফোন এক্সচেঞ্জ থেকে শুরু করে জেলাশাসকের দপ্তর সংলগ্ন বারাসত আদালত চত্বরের রাস্তায় পড়েছে পিচের প্রলেপ । প্রশাসনের এই তৎপরতাকে কটাক্ষ করেছে BJP । তাদের অভিযোগ, " মুখ্যমন্ত্রী আসবেন বলে প্রশাসনের ঘুম ভেঙেছে । তিনি চলে যাওয়ার পরই আবার ঘুমিয়ে পড়বে প্রশাসন । মুখ্যমন্ত্রীর রোষের মুখে পড়ার ভয় রয়েছে আধিকারিকদের । তাই জোরকদমে চলছে রাস্তা সংস্কার ও জল নিকাশির কাজ ।" যদিও BJP-র এই অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ শাসক শিবির ।


৯ জানুয়ারি উত্তর 24 পরগনা জেলা সফরে আসছেন মমতা । প্রশাসন সূত্রে খবর, জোড়া কর্মসূচি রয়েছে তাঁর ৷ প্রথমে NRC ও CAA-র প্রতিবাদে মধ্যমগ্রাম থেকে বারাসত পর্যন্ত পদযাত্রা করবেন তিনি ৷ পরে কাছারি মাঠে যাত্রা উৎসবে যোগ দেবেন ৷ মুখ্যমন্ত্রীর সফরের আগে রাস্তা সংস্কার, নিকাশি ব্যবস্থা সংস্কারের কাজ চলছে জোরকদমে ৷ কাছারি মাঠে যাত্রা উৎসবের মঞ্চ বাঁধার কাজও চলছে ।

BJP-র বারাসত সাংগঠনিক জেলার সহ-সভাপতি শংকর দাস বলেন," দিদিমণিকে খুশি করতেই জেলা প্রশাসনের এই তৎপরতা । দীর্ঘদিন ধরে জেলাশাসকের দপ্তর ও বারাসত আদালত চত্বরে রাস্তার বেহাল অবস্থা । সেই রাস্তার যদি হঠাৎ সংস্কার হয় তাহলে তো মানুষ অবাক হবেই । হঠাৎ করে এই তৎপরতা শুধুমাত্র দিদিমণিকে খুশি করার জন্যই ।" মুখ্যমন্ত্রীর যাত্রা উৎসবের উদ্ধোধনকে কটাক্ষ করে তিনি বলেন," দিদিমণি যাত্রা, মেলা ও খেলায় মেতে রয়েছেন । জনগণের ট্যাক্সের কোটি কোটি টাকা খরচ করে যাত্রা উৎসব হচ্ছে । যাদের নিয়ে এই উৎসব সেই যাত্রাশিল্পীদের আদৌ কি কোনও উন্নতি হয়েছে? তাদের জন্য সরকার কী ব্যবস্থা করেছে, তা জনগণ জানে না । মুখ্যমন্ত্রী প্রতিবছর শিল্প সম্মেলন করেন । কোটি কোটি টাকা বিনিয়োগের কথা বলেন । কিন্তু আজ পর্যন্ত কোনও কারখানার চিমনি দিয়ে ধোঁয়া বেরিয়েছে কিনা সন্দেহ ।"

পাল্টা জবাব দিয়ে স্থানীয় তৃণমূল নেতা কালী রুদ্র বলেন,"সব বিষয়েই রাজনীতি খুঁজে বেড়ানো BJP-র কাজ । মুখ্যমন্ত্রী গ্রাম থেকে শহর পর্যন্ত উন্নয়ন করেছেন । আর সাধারণ মানুষের জন্য রাজ্য সরকার কী উন্নয়ন করেছে তা সকলেই জানে । মুখ্যমন্ত্রী আসছেন বলে রাস্তা সংস্কার হচ্ছে এটা ভাবা সম্পূর্ণ ভুল । BJP নোংরা রাজনীতির খেলায় নেমেছে । সবচেয়ে বড় যাত্রা করছে কেন্দ্রীয় সরকার । নরেন্দ্র মোদি,অমিত শাহরা দেশের নাগরিকদের নিয়ে যে যাত্রা শুরু করেছে, আগে সেটা নিয়ে ভাবুক ওরা ।পরে মুখ্যমন্ত্রীর যাত্রা উৎসব নিয়ে ভাববে । "

ABOUT THE AUTHOR

...view details