পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

যুবতি নিখোঁজের ঘটনায় পুলিশের গাফিলতির অভিযোগে পথ অবরোধ - road block

অবরোধের জেরে রাজারহাট-বেলেঘাটা রোডে যান চলাচল বন্ধ হয়ে যায় । এলাকায় ব্যাপক যানজট হয় । অবরোধকারীদের দাবি, থানার IC এসে প্রতিশ্রুতি দিলে তবেই অবরোধ তোলা হবে । এরপর শাসন থানার IC ফৈয়াজ আহমেদ ঘটনাস্থানে যান । প্রায় দেড় ঘণ্টা অবরোধ চলার পর পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয় ।

ফাইল ফোটো

By

Published : May 5, 2019, 1:10 PM IST

বারাসত, 5 মে : পুলিশের গাফিলতির অভিযোগে রাজারঘাট-বেলেঘাটা রোড অবরোধ করা হল । গত সপ্তাহের শনিবার এক প্রতিবন্ধী যুবতি নিখোঁজ হয়ে যায় । তার নাম জাহিরা খাতুন (22) । তার পরিবারের তরফে শাসন থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল । কিন্তু সাতদিন পরেও পুলিশ কোনও পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ উঠেছে । পুলিশের গাফিলতির অভিযোগ তুলে গতকাল জাহিরার পরিবারের লোকজন ও স্থানীয়রা রাজারহাট-বেলেঘাটা রোড অবরোধ করে ।

অবরোধের জেরে রাজারহাট-বেলেঘাটা রোডে যান চলাচল বন্ধ হয়ে যায় । এলাকায় ব্যাপক যানজট হয় । অবরোধকারীদের দাবি, থানার IC এলেই অবরোধ তোলা হবে । এরপর শাসন থানার IC ফৈয়াজ আহমেদ ঘটনাস্থানে যান । প্রায় দেড় ঘণ্টা অবরোধ চলার পর পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয় ।


স্থানীয় সূত্রে জানা গেছে, সাতদিন আগে শাসন থানার সাহাজিপাড়ার বাসিন্দা জাহিরা খাতুন নিখোঁজ হয় । ঘটনার পর শাসন থানায় লিখিত অভিযোগ করা হয়েছিল । জাহিরার বয়স সহ তাকে চেনার অন্যান্য তথ্য পুলিশকে দেওয়া হয়েছিল । তার পরিবারের অভিযোগ, সাতদিন পেরিয়ে গেলেও তাকে উদ্ধারের বিষয়ে পুলিশ কোনও পদক্ষেপ নেয়নি । শাসন থানার পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে গতকাল তারা রাস্তা অবরোধ করেন । সাহাজিপাড়ার প্রায় হাজার দেড়েক বাসিন্দা এই অবরোধে সামিল হন ।

গাফিলতির অভিযোগ অস্বীকার করে শাসন থানার IC ফৈয়াজ আহমেদ বলেন, "ওই যুবতির খোঁজ পেতে সবরকম চেষ্টা চালানো হচ্ছে। আশা করা যায় তাড়াতড়ি তাকে পরিবারের হাতে তুলে দিতে পারব ।

ABOUT THE AUTHOR

...view details