পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বারাসতে বাইকের সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত 2

বারাসতে গাড়ির সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষের জেরে গুরুতর আহত হলেন দুই বাইক আরোহী ৷ দু'জনকেই আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে বারাসত জেলা হাসপাতালে। তদন্তে নেমেছে বারাসত থানার পুলিশ ৷ অন্যদিকে,পুলিশের কড়া নজরদারি এড়িয়ে কিভাবে দুর্ঘটনা ঘটল,তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

By

Published : May 16, 2021, 10:18 PM IST

বারাসত, 16 মে :লকডাউনের মধ্যেও বারাসতে পথ দুর্ঘটনা ৷ গাড়ির সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষ। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুই বাইক আরোহী। দু'জনকেই আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে বারাসত জেলা হাসপাতালে। ঘটনার পরই গাড়িটি ফেলে পালিয়ে যান চালক। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত দু‘টি গাড়িই আটক করে থানায় নিয়ে যায়। তদন্তে নেমেছে বারাসত থানার পুলিশ ৷

রাজ্য সরকারের নির্দেশিকা অনুযায়ী রবিবার থেকেই কড়া বিধিনিষেধ চালু হয়েছে। জরুরি পরিষেবা ছাড়া আর কোনও যানবাহন নামবে না রাস্তায়। তাই গাড়ির নিয়ন্ত্রণ রুখতে এদিন সকাল থেকেই বারাসতে চলছে পুলিশের কড়া নজরদারি। গাড়ির গতি নিয়ন্ত্রিত করতে রাস্তায় দেওয়া হয়েছে ব্যারিকেডও। তারপরও দুপুরে যশোর রোডের ফাঁকা রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে একটি গাড়ি । ডাকবাংলা মোড়ের কাছে সজোরে ধাক্কা মারে উল্টো দিক থেকে আসা বাইকে। বাইকের দুই আরোহী ছিটকে পড়েন রাস্তায়। গুরুতর আহত হন দু'জনেই। গাড়ির গতি এতটাই ছিল যে দুর্ঘটনার পর সেটি রাস্তার কোণে একটি দোকানে গিয়ে ধাক্কা মারে। তাতে সামান্য ক্ষতি হয় দোকানেরও।

বারাসতে বাইকের সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষ


এদিকে,আহত দুই বাইক আরোহীকে একটি ভ্যানে চাপিয়ে বারাসত হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখানে তাঁদের ভর্তি করা হলেও শারীরিক অবস্থা যথেষ্ট সঙ্কটজনক বলেই জানা গেছে হাসপাতাল সূত্রে। এবিষয়ে লাল্টু দত্ত নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, "ডাকবাংলা মোড় ঘুরে 709 গাড়িটি 11 নম্বর রেলগেটের দিকে যাচ্ছিল। মোড় ঘোরার সময় আচমকাই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে বাইকে। ছিটকে পড়েন চালক সহ দুই বাইক আরোহী। একজনের মাথায় আঘাত লেগেছে। অন্যজনের শরীরের বিভিন্ন অংশে ৷"

আরও পড়ুন :নিখোঁজ যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার নদিয়ায়, গ্রেফতার তিন


বিষয়টি নিয়ে বারাসত থানার পুলিশ জানিয়েছে, কিভাবে দুর্ঘটনাটি ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। আহতদের পরিচয় জানার চেষ্টা চলছে। ঘাতক গাড়ির চালকের খোঁজে তল্লাশি শুরু হয়েছে ৷ অন্যদিকে,পুলিশের কড়া নজরদারি এড়িয়ে কিভাবে দুর্ঘটনা ঘটল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

ABOUT THE AUTHOR

...view details