পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দত্তপুকুরে গাছে ধাক্কা বাসের, আহত 10 - দত্তপুকুরে পথ দুর্ঘটনা

বিকট আওয়াজ এবং যাত্রীদের আর্তনাদ শুনে ঘটনাস্থলে ছুটে আসেন আশপাশের লোকজন । তাঁরাই বাসের ভিতর থেকে আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন ।

Road accident at Duttapukur
ছবি

By

Published : Jul 18, 2021, 6:18 PM IST

দত্তপুকুর, 18 জুলাই : বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা বাসের । ঘটনায় আহত হয়েছেন প্রায় 10 জন যাত্রী । এদের মধ্যে দুর্ঘটনাগ্রস্ত বাসের চালক, খালাসি-সহ কয়েকজনের আঘাত গুরুতর । রবিবার ঘটনাটি ঘটেছে দত্তপুকুরের যশোহর রোডের দিঘার মোড়ে । দুর্ঘটনার পরই আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বারাসত জেলা হাসপাতালে । সেখানে প্রাথমিক চিকিৎসার পর কয়েকজনকে ছেড়ে দেওয়া হলেও বাকিদের আঘাত গুরুতর হওয়ায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে‌ ।

এক অনলাইন সংস্থার কর্মীদের নিয়ে আজ দুপুরে বেসরকারি বাসটি হাবড়া থেকে যশোহর রোড ধরে হাওড়ার সাঁকরাইলে যাচ্ছিল । বাসের মধ্যে সবমিলিয়ে 20-30 জন যাত্রী ছিল বলে স্থানীয় সূত্রে খবর । দত্তপুকুরের দিঘার মোড়ের কাছে বাসটি আসতেই তার সামনে চলে আসেন এক বাইক আরোহী । তখন তাঁকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বাসের চালক । ধাক্কা মারে যশোহর রোডের পাশে একটি গাছে । সজোরে ধাক্কা মারায় বাসের সামনের দিকের অংশ দুমড়ে মুচড়ে যায় । বিকট আওয়াজ এবং যাত্রীদের আর্তনাদ শুনে ঘটনাস্থলে ছুটে আসেন আশপাশের লোকজন । তাঁরাই বাসের ভিতর থেকে আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন ।

বাসের চালক ও খালাসিকে সিট কেটে বাইরে বের করতে হয় । দুজনেরই পা সিটের তলায় আটক গিয়েছিল । দুর্ঘটনায় চালকের বুকে ও পায়ে গুরুতর আঘাত লেগেছে । খালাসিরও পায়ে আঘাত লেগেছে । এছাড়া বাসের অন্তত আট যাত্রী আহত হয়েছেন অল্পবিস্তর । কারও হাতে আঘাত লেগেছে, তো কারও আঘাত লেগেছে পিঠে । আহতদের কয়েকজনকে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতালে থেকে ছেড়ে দেওয়া হয়েছে । তবে, দুর্ঘটনাগ্রস্ত বাসের চালক,খালাসি সহ আরও কয়েকজন যাত্রীর আঘাত গুরুতর হওয়ায় ভর্তি করা হয়েছে বারাসত হাসপাতালে ।

ঘটনার প্রত্যক্ষদর্শী খবির আলি মণ্ডল বলেন, "বাসটি দ্রুত গতিতে যাচ্ছিল যশোর রোড ধরে । তখনই উল্টো দিক আসা বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারে সজোরে । এলাকার লোকজনই বাসের ভিতরে থাকা আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন ।"

বাসের ভিতর থাকা বেসরকারি সংস্থার এক কর্মী সরিফুল ইসলামের দাদা মহম্মদ মিকাইল বলেন, "দুর্ঘটনার খবর শুনে হন্তদন্ত হয়ে এখানে এসেছি । কিন্তু এখানে এসে ভাইকে দেখতে পাইনি । ওঁর মোবাইলেও ফোন করে পাওয়া যাচ্ছে না । এখন হাসপাতালের দিকে গিয়ে ওঁর বিষয়ে খবর নেব । জানি না কি অবস্থায় রয়েছে ভাই । দুশ্চিন্তার মধ্যে রয়েছে পরিবারের লোকেরা ।"

এদিকে,দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দত্তপুকুর থানার পুলিশ । বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে এই দুর্ঘটনা নাকি অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details