বারাসত, 31 মে: সুজয়কৃষ্ণ ভদ্রকে ইডি গ্রেফতার করার পরেই, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ময়দানে নেমেছে রাজ্য বিজেপি ৷ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী টুইটারে অভিষেকের সংস্থা লিপস অ্যান্ড বাউন্ডসের ছবি পোস্ট করে শাসকদলকে নিশানা করেছেন ৷ সেখানে সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু সংস্থার ডিরেক্টর পদে রয়েছে ৷ তা নিয়ে প্রশ্ন করতেই ইটিভি ভারতের প্রতিনিধির উপর রীতিমতো ক্ষিপ্ত হয়ে গেলেন তৃণমূলের শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ৷ বারাসতে আইএনটিটিইউসি-র কর্মিসভায় যোগ দেওয়ার আগে তাঁর পালটা প্রশ্ন, ‘‘আপনি কি শুভেন্দু অধিকারীর লোক ? তখন থেকে শুভেন্দু অধিকারীর বাইরে বেরোতে পারছেন না ৷’’
উল্লেখ্য, মঙ্গলবার রাতে নিয়োগ দুর্নীতি-কাণ্ডে সুজয়কৃষ্ণ ভদ্রকে গ্রেফতার করেছে ইডি ৷ যা নিয়ে শুভেন্দু রাতেই টুইটারে, লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থার ডিরেক্টর বোর্ডের সদস্যদের নাম তুলে ধরে একটি ছবি পোস্ট করেন ৷ সেই পোস্টের নিশানায় ছিলেন মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ আর আজ সকালে দিলীপ ঘোষও মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেককে নিশানা করে বলেন, ‘‘কাকু ও জ্যেঠুর পর এবার পিসির সময় আসছে ৷ লাইনে ভাইপোও আছে ৷’’