পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

খাদ্য দপ্তরের 4 কোটি টাকা প্রতারণার অভিযোগে গ্রেপ্তার রাইস মিল মালিক

খাদ্য দপ্তরের 4 কোটি টাকার চাল আত্মসাৎ করে গা ঢাকা দিয়ে ছিলেন হাবরার এক রাইস মিল মালিক ৷ মোবাইলের সিম কার্ড বার বার বদলে পুলিশের চোখে ধুলো দেন ৷ তবে শেষ রক্ষা হল না ৷ বাগুইহাটির ফ্ল্যাট থেকে তাঁকে গ্রেপ্তার করে হাবড়া থানার পুলিশ ৷

image
গ্রেফতার রাইস মিল মালিক

By

Published : Jun 16, 2020, 2:46 AM IST

হাবড়া, 16 জুন : রাজ্য খাদ্য দপ্তরের প্রায় 4 কোটি টাকার চাল আত্মসাৎ করার অভিযোগে গ্রেপ্তার এক রাইস মিল মালিক ৷ পুলিশ জানিয়েছে, ধৃতের নাম রাজদীপ রায় । রবিবার রাতে উত্তর ২৪ পরগনার হাবড়া থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে । সোমবার ধৃতকে বারাসত আদালতে তোলা হয় । বিচারক তাকে পাঁচ দিন পুলিশি হেপাজতে রাখার নির্দেশ দিয়েছেন ।

হাবড় থানার পুলিশ সূত্রে খবর, তিন বছর আগে খাদ্য দপ্তরের চার কোটি টাকার চাল লোপাট করার অভিযোগ ছিল রাজদীপের বিরুদ্ধে । খাদ্য দপ্তরের তরফে হাবড়া থানায় রাজদীপের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করা হয়েছিল । টানা তিন বছর তিনি মোবাইলের সিমকার্ড বদল করে তদন্তকারী পুলিশ অফিসারদের ঘোরাচ্ছিলেন । কিন্তু শেষ রক্ষা আর হল না । লকডাউনের জেরে বাগুইআটির ফ্ল্যাটেই আটকে ছিলেন । গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তাঁর ফ্ল্যাটে হানা দেয় । সেখান থেকেই তাঁকে গ্রেপ্তার করা হয় । বারাসতের পুলিশ সুপার অভিজিৎ বন্দোপাধ্যায় বলেন, 'খাদ্য দপ্তরের সঙ্গে প্রতারণার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে । ধৃতকে হেপাজতে নিয়ে জেরা করা হবে ।’'

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাবড়ার গৌড়বঙ্গ রোডের পাশাপাশি দমদমেও ধৃত রাজদীপের বাড়ি রয়েছে । হাবড়ার কৈপুকুর এলাকায় তাঁর একটি রাইস মিল ছিল । জেলার অন্যান্য রাইস মিলের মতো ওই রাইস মিলেও খাদ্য দপ্তরের কেনা ধান ভাঙানো হত । অভিযোগ, 2017 সালে খাদ্য দপ্তর থেকে ধান নিয়ে ভাঙানোর পর সেই চাল অন্যত্র বিক্রি করে দেন রাজদীপ৷ প্রায় চার কোটি টাকার চাল প্রতারণা হয়েছিল বলে জানা গিয়েছে ।

প্রতারণার ব্যাপারটি খাদ্য দপ্তর বুঝতে পারে 2018 সালে । ওই বছরের 4 এপ্রিল খাদ্য দপ্তরের পক্ষ থেকে রাজদীপ রায়ের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে হাবড়া থানায় মামলা দায়ের করা হয় । অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করলেও রাজদীপ পলাতক ছিলেন । পুলিশ পরে জানতে পারে, তিনি এই রাজ্য থেকে পালিয়ে অন্ধ্রপ্রদেশ, অসম-সহ বিভিন্ন রাজ্যে আত্মগোপন করেছিলেন । রাজদীপের খোঁজে পুলিশ বিভিন্ন রাজ্যে হানাও দিয়েছিল । কিন্তু পুলিশ তাঁর নাগাল পায়নি । বারবার নিজের মোবাইল ফোনের সিমকার্ড বদল করার ফলে তাঁর হদিস পেতে পুলিশকে বেগ পেতে হয়েছিল । পাশাপাশি ডেরাও বদল করেছিলেন বলে পুলিশ সূত্রে খবর ৷

সম্প্রতি রাজদীপ রায় বাগুইহাটি এলাকায় একটি ফ্ল্যাট কিনেছিলেন । লকডাউনের জেরে ওই ফ্ল্যাটেই ছিলেন তিনি । গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ওই ফ্ল্যাট থেকে রাজদীপ রায়কে গ্রেপ্তার করে । সোমবার তাঁকে বারাসত আদালতে তোলা হয় । বিচারক তাঁকে পাঁচ দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছেন ।

ABOUT THE AUTHOR

...view details