পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাস্তা থেকে প্লাস্টিকের ব্যাগ কুড়িয়ে আনলেন প্রবীণ, বাড়িতে বিস্ফোরণ - খড়দায় বোমা বিস্ফোরণ

মানসিক ভারসাম্যহীন প্রবীণ ব্যক্তির বাড়িতে বিস্ফোরণ ৷ জানা গেছে, রাস্তা থেকে একটি প্লাস্টিকের একটি ব্যাগ কুড়িয়ে এনেছিলেন ওই ব্যক্তি ৷ সেই ব্যাগেই রাখা ছিল বোমা ৷ সেখান থেকেই হয় বিস্ফোরণ ৷

আক্রান্ত পুলিশ কর্মী

By

Published : Aug 2, 2019, 6:52 PM IST

Updated : Aug 2, 2019, 7:05 PM IST

খড়দা, 2 অগাস্ট : বোমা ফেটে জখম হলেন এক প্রবীণ ব্যক্তি ৷ নাম পঞ্চানন চৌকিদার (85) ৷ তিনি অবসরপ্রাপ্ত পুলিশকর্মী ৷ ঘটনাটি খড়দার পাতুলিয়া পুলিশ আবাসনের ৷ বর্তমানে তিনি ব্যারাকপুর B N বসু মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ৷

আরও পড়ুন : হালিশহরে উদ্ধার 6টি বোমা

পঞ্চাননবাবু চাকরি থেকে অবসর নিয়েছেন অনেকদিন আগেই ৷ অবসরের পর থেকেই স্ত্রীর সঙ্গে তিনি খড়দা পাতুলিয়া পুলিশ আবাসনে থাকতেন ৷ বর্তমানে তিনি মানসিকভাবে ভারসাম্যহীন ৷ রাস্তায় যা পান কুড়িয়ে নিয়ে বাড়ি চলে আসেন । আজও তিনি রাস্তা থেকে কয়েকটি প্লাস্টিকের ব্যাগ বাড়িতে আনেন ৷ সেগুলো নাড়াচাড়া করতে যান ৷ তখনই হয় বিস্ফোরণ ৷ এতে গুরুতর জখম হন পঞ্চাননবাবু । বিস্ফোরণের শব্দ শুনে প্রতিবেশীরা ঘটনাস্থানে আসেন ৷ রক্তাক্ত অবস্থায় পঞ্চাননবাবুকে উদ্ধার করে ভরতি করা হয় ব্যারাকপুর BN বসু মহকুমা হাসপাতালে ৷

বোমা বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থানে আসে খড়দা থানার পুলিশ । তাঁরা পঞ্চাননবাবুর ঘর থেকে আরও দুটি বোমা উদ্ধার করে । পুলিশের অনুমান পঞ্চাননবাবু যে প্লাস্টিক কুড়িয়ে এনেছিলেন তাতেই সম্ভবত তিনটি বোমা রাখা ছিল । সেখান থেকেই একটি ফেটে যায় ৷ বাকি দুটি বোমা নিষ্ক্রিয় করে উদ্ধার করা হয়েছে ।

Last Updated : Aug 2, 2019, 7:05 PM IST

ABOUT THE AUTHOR

...view details