পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Retired Bank Manager Arrested : টাকা তুলতে না-পেরে সাব-পোস্টমাস্টারকে মারধরের অভিযোগ, গ্রেফতার অবসরপ্রাপ্ত ব‍্যাঙ্ক ম‍্যানেজার - Retired bank manager arrested in allegation of brawl at post office

বাদুড়িয়া দক্ষিণ চাতরার ডাকঘরের উপ-প্রধানের লিখিত অভিযোগ পেয়েই পুলিশ অভিযুক্ত সৌমেন্দ্রনাথ মিশ্রকে গ্রেফতার করেছে (Retired bank manager arrested in allegation of brawl at post office) ৷ মারধরের পাশাপাশি ক‍্যাশ কাউন্টারের যাবতীয় নথি, টাকা তছনছ করে দেওয়ারও অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে ৷

Retired bank manager arrested
টাকা তুলতে না পেরে ডাকঘর প্রধানকে মারধরের অভিযোগ

By

Published : May 27, 2022, 8:11 PM IST

বাদুড়িয়া, 27 মে : পোস্ট অফিসে গিয়ে টাকা তুলতে না-পেরে সাব-পোস্টমাস্টারকে মারধর ৷ অভিযুক্ত অবসরপ্রাপ্ত ব‍্যাঙ্ক ম‍্যানেজার সৌমেন্দ্রনাথ মিশ্রকে গ্রেফতার করল বাদুড়িয়া থানার পুলিশ ৷ মারধরের পাশাপাশি ক‍্যাশ কাউন্টারের যাবতীয় নথি, টাকা তছনছ করে দেওয়ারও অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে ৷ বাদুড়িয়া দক্ষিণ চাতরার উপ-ডাকঘরের সাব-পোস্টমাস্টারের লিখিত অভিযোগ পেয়েই পুলিশ অভিযুক্ত সৌমেন্দ্রনাথ মিশ্রকে গ্রেফতার করেছে (Retired bank manager arrested in allegation of brawl at post office) ৷ যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে পালটা ডাকঘর কর্তৃপক্ষের বিরুদ্ধেই অসহযোগিতার অভিযোগ এনেছেন সৌমেন্দ্রনাথ মিশ্র ৷ যাবতীয় অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত নেমেছে বাদুড়িয়া থানার পুলিশ ৷

জানা গিয়েছে, দক্ষিণ চাতরার ওই ডাকঘরের দীর্ঘদিনের গ্রাহক সৌমেন্দ্রনাথ মিশ্র ৷ সম্প্রতি ডাকঘরে টাকা তুলতে গিয়ে লিঙ্ক না-থাকার কারণে ফিরে আসতে হয় তাঁকে ৷ গতকাল অর্থাৎ, বৃহস্পতিবার দুপুরেও একই কারণে প্রাক্তন ওই ব‍্যাঙ্ক ম‍্যানেজার টাকা তুলতে পারেননি বলে অভিযোগ ৷ আর তাতেই ক্ষোভে ফেটে পড়েন অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক ম্যানেজার ৷ ফলত ক্ষোভ উগরে দিয়ে ডাকঘর কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি । সেই বচসা থামাতে গিয়ে আক্রান্ত হন ওই ডাকঘরের সাব-পোস্টমাস্টার ৷ এক মহিলা কর্মীও নিগৃহীত হয়েছেন বলে অভিযোগ ৷

আরও পড়ুন : পাশে রাখা সৎকারের জন্য টাকা, বন্ধ ঘর থেকে উদ্ধার মা-মেয়ের দেহ

এরপর প্রাক্তন ওই ব‍্যাঙ্ক ম‍্যানেজারকে আটকে রেখে পুলিশে খবর দেওয়া হয় ৷ বাদুড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে এসে আটক করে অভিযুক্তকে ৷ সাব-পোস্টমাস্টারের লিখিত অভিযোগ পেয়ে পরবর্তীতে গ্রেফতার করা হয় সৌমেন্দ্রনাথ মিশ্র ৷ নেহাতই টাকা তুলতে না-পারার জন্য, নাকি পিছনে রয়েছে অন্য কোনও কারণ, খতিয়ে দেখা হচ্ছে ৷ ধৃত অবসরপ্রাপ্ত ব‍্যাঙ্ক ম‍্যানেজারকে শুক্রবার বসিরহাট মহকুমা আদালতে পেশ করে পুলিশ ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details