পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

যশ বিধ্বস্ত সুন্দরবনে দুর্গতদের ত্রাণ দিয়ে সাহায্য জেলা তৃণমূলের - যশ

যশ এবং ভরা কোটালের জেরে প্লাবিত সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চল। সুন্দরবন লাগোয়া বসিরহাটের অন্তত ছ'টি ব্লক জলে ভাসছে। ঘরবাড়ি, কৃষিজমি, মাছের ভেড়ি সমস্ত কিছু চলে গিয়েছে জলের তলায়। গৃহহীন হয়ে পড়েছেন কয়েক হাজার মানুষ। সবচেয়ে খারাপ অবস্থা সন্দেশখালি এক ও দুই , হিঙ্গলগঞ্জ এবং মিনাখাঁ ব্লকের। রাস্তাঘাট,নদীনালা চেনার উপায় নেই। ব্লকের বেশকিছু জায়গায় পানীয় জলের সমস্যা দেখা গিয়েছে। উঠছে ত্রাণ না মেলার অভিযোগও। যদিও দুর্গতদের কাছে পর্যাপ্ত ত্রাণ পৌঁছে দেওয়ার দাবি করেছে জেলা প্রশাসন। এই পরিস্থিতিতে দুর্গতের পাশে দাঁড়াতে এগিয়ে এলেন জেলা তৃণমূল নেতৃত্ব‌। পর্যাপ্ত ত্রাণ সামগ্রী নিয়ে এদিন তাঁরা পৌঁছে গেলেন যশ বিধ্বস্ত সন্দেশখালির ধামাখালিতে।

v
যশ বিধ্বস্ত সুন্দরবনে দুর্গতদের ত্রাণ দিয়ে সাহায্য জেলা তৃণমূল কংগ্রেসের

By

Published : Jun 2, 2021, 6:43 PM IST

সন্দেশখালি, 2 জুন : যশ বিধ্বস্ত সুন্দরবনের সন্দেশখালি এবং হিঙ্গলগঞ্জের দুর্গত মানুষের জন্য পর্যাপ্ত ত্রাণ সামগ্রী পৌঁছে দিল উত্তর 24 পরগনার জেলা তৃণমূল কংগ্রেস। বুধবার তৃণমূলের উদ্যোগে ত্রাণ সামগ্রীর প্রায় একশোটি গাড়ি পৌঁছায় সন্দেশখালির ধামাখালিতে । প্রশাসনের সহযোগিতায় সেই সমস্ত গাড়ি একে একে রওনা হয় দুর্গত এলাকার দিকে। জেলা তৃণমূল নেতা ও দলের বিধায়ক নারায়ণ গোস্বামীর নেতৃত্বে শাসকদলের একটি প্রতিনিধি দল এদিন আগে থেকেই হাজির ছিলেন ধামাখালিতে। ত্রাণ সামগ্রীর গাড়ি সেখানে আসার পর তৃণমূল নেতাদের উপস্থিতিতে সেগুলি দুর্গত মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয় প্রশাসনের তরফে‌ ৷ ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে প্রায় 500 কুইন্টাল চাল, 120 কুইন্টাল ডাল,পর্যাপ্ত সরষের তেল, জল, বিস্কুট, আলু, সবজি, সোয়াবিন, বেবিফুড সহ বিভিন্ন খাদ্য সামগ্রী।

যশ এবং ভরা কোটালের জেরে প্লাবিত সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চল। সুন্দরবন লাগোয়া বসিরহাটের অন্তত ছ'টি ব্লক জলে ভাসছে। ঘরবাড়ি,কৃষিজমি,মাছের ভেড়ি সমস্ত কিছু চলে গিয়েছে জলের তলায়। গৃহহীন হয়ে পড়েছেন কয়েক হাজার মানুষ। সবচেয়ে খারাপ অবস্থা সন্দেশখালি এক ও দুই , হিঙ্গলগঞ্জ এবং মিনাখাঁ ব্লকের। রাস্তাঘাট, নদীনালা চেনার উপায় নেই। ব্লকের বেশকিছু জায়গায় পানীয় জলের সমস্যা দেখা গিয়েছে। উঠছে ত্রাণ না মেলার অভিযোগও।

সুন্দরবনে দুর্গতদের ত্রাণ দিয়ে সাহায্য জেলা তৃণমূল কংগ্রেসের

যদিও দুর্গতদের কাছে পর্যাপ্ত ত্রাণ পৌঁছে দেওয়ার দাবি করেছে জেলা প্রশাসন। এই পরিস্থিতিতে দুর্গতের পাশে দাঁড়াতে এগিয়ে এলেন জেলা তৃণমূল নেতৃত্ব‌। পর্যাপ্ত ত্রাণ সামগ্রী নিয়ে এদিন তাঁরা পৌঁছে গেলেন যশ বিধ্বস্ত সন্দেশখালির ধামাখালিতে।

এলাকা পরিদর্শনে তৃণমূল নেতৃত্ব

আরও পড়ুন :অবসরের পর সরকারি কর্মচারীদের মত প্রকাশে রাশ টানতে কেন্দ্রের নয়া নির্দেশিকা

এই বিষয়ে উত্তর 24 পরগনা জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর এবং অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী বলেন, "যশ বিধ্বস্ত সন্দেশখালি এক ও দুই, হিঙ্গলগঞ্জ ব্লকের দুর্গত মানুষের পাশে দাঁড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে দলের তরফে। আমরা সরাসরি না গিয়ে ত্রাণ সামগ্রী দুর্গত এলাকার প্রশাসনের আধিকারিকদের হাতে তুলে দিয়েছি। তাঁরাই বানভাসি মানুষের কাছে সেই সমস্ত ত্রাণ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন ৷" বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি সামাজিক এবং স্বেচ্ছাসেবী সংগঠনও এগিয়ে এসেছে যশ বিধ্বস্ত সুন্দরবনের মানুষের পাশে দাঁড়াতে। ইতিমধ্যে তাঁরা নিজের মতো করে উদ্যোগ নিয়ে বানভাসি মানুষের কাছে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছে।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details